মাদারীপুরে কলেজের মসজিদে মাইকে আজান দিতে উগ্রবাদী হিন্দুদের বাধা

0
179

মাদারীপুরের শশীকরের শহীদ স্মৃতি কলেজের মসজিদে মাইক লাগিয়ে আজান দিতে আবারো বাধা দিয়েছে উগ্রবাদী হিন্দুরা।

গত ১১ নভেম্বর, মাইক লাগানোকে কেন্দ্র করে কয়েকজন মুসলিম শিক্ষার্থীকে আহত করেছিল হিন্দুরা। ১৯ নভেম্বর রাতে আবারো সেই দুঃসাহস দেখিয়েছে হিন্দুরা। এসময় তারা মসজিদ ভাঙারও হুমকি দেয়।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, যারা মসজিদে মাইক লাগাতে গিয়েছিল তাদের গায়ে হাত দেওয়া ব্যতীত সকল ধরনের বাজে ব্যবহার করেছে এলাকার হিন্দুরা। তাদের অবরুদ্ধ করে রাখে একরকম। বের হওয়ার মূল গেট আটকে দেয়। পরে গেইটের তালা খুলে তাদের বের হতে হয়েছিল।

তিনি আরও বলেন, এই ঘটনা যতই পর্যবেক্ষণ করছি ততই অবাক হচ্ছি। মনে হচ্ছিল এক টুকরো ভারত মাদারীপুরের ডাসার উপজেলায় নিয়ে আসা হয়েছে।

অন্য আরেক জন বলেন, হিন্দুরা এটাকে কেন্দ্র করে মূলত একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে।

উল্লেখ্য, বাংলাদেশের কথিত মূলধারার কোনো সংবাদপত্রকে এখনও পর্যন্ত এই বিষয়টি নিয়ে সংবাদ প্রচার করতে দেখা যায়নি।


তথ্যসূত্র:
১. কলেজের মসজিদে মাইক লাগিয়ে আজান দিতে আবারো হিন্দু স*ন্ত্রাসী*দের বাধা!
– https://tinyurl.com/mrxsnff6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকিসমায়োতে শাবাবের অভিযানে অন্তত ৫ কেনিয়ান সেনা হতাহত
পরবর্তী নিবন্ধউত্তর গাজায় ইসরায়েলের বর্বর হামলায় ৮৮ ফিলিস্তিনি নিহত