মালিতে আল-কায়েদার অ্যাম্বুশে অন্তত ৭ রুশ ভাড়াটে ওয়াগনার সেনা নিহত

0
92

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে রাশিয়ার ভাড়াটে সামরিক বাহিনী ওয়াগনারকে লক্ষ্য করে অতর্কিত আক্রমণ চালিয়েছেন মুজাহিদিনরা। এতে অন্তত ৭ ভাড়াটে সেনা নিহত হয়েছে বলে জানা গেছে।

আয-যাল্লাকার তথ্য অনুযায়ী, গত ২১ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায়, বুরকিনা ফাসো সীমান্তবর্তী মালির মোপ্তি রাজ্যের ব্যাঙ্কাস এবং বান্দিয়াগারা শহরের সংযোগকারী সড়কে উক্ত অভিযানটি চালানো হয়েছে।

জানা যায়, প্রতিরোধ বাহিনী জামাআত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) যোদ্ধারা প্রথমে আইইডি বিস্ফোরণের মাধ্যমে কনভয়টির গতিরোধ করেন। এরপর বিভিন্ন দিক থেকে কনভয়টি লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করেন। ফলশ্রুতিতে রাশিয়ান ওয়াগনার বাহিনীর বহু সংখ্যক সৈন্য হতাহত হয় এবং অন্যরা পালিয়ে যায়।

জেএনআইএম মুজাহিদিন এই অপারেশনে হতাহতের প্রাথমিক সংখ্যা হিসাবে ওয়াগনারের ভাড়াটে বাহিনীর ৭ সৈন্যের মৃত্যু নিশ্চিত করেছে, যাদের লাশ অভিযান শেষে ঘটনাস্থলেই পড়েছিল। সেই সাথে ওয়াগনার বাহিনীর ২টি সাঁজোয়া যানও মুজাহিদিনরা ধ্বংস করেছেন বলে নিশ্চিত করেছে ‘জেএনআইএম’।

এছাড়া মুজাহিদিনরা কনভয়টি থেকে গনিমত হিসাবে অর্জন করেছেন বিভিন্ন অস্ত্র ও সামরিক সরঞ্জাম। এসবের মধ্যে রয়েছে একটি 12.7-ক্যালিবারের দুশকা, একটি পিকা অস্ত্র, ৫টি ক্লাশিনকোভ, ৩৬টি ব্যারেল, ৮টি গোলাবারুদ বাক্স, ৬টি হ্যান্ড গ্রেনেড এবং অন্যান্য বুলেট বাক্স ও বিভিন্ন সামরিক সরঞ্জাম।

প্রাপ্ত গনিমতের কিছু দৃশ্য

উল্লেখ্য যে, রাশিয়ার ভাড়াটে সৈন্যরা মালিতে বেসামরিকদের বিরুদ্ধে বিভিন্ন হত্যাকাণ্ড ঘটিয়েছে। যেই এলাকাতেই কিছু সময়ের জন্যেও ওয়াগনারের সামরিক উপস্থিতি ছিল, সেখানেই তারা গণহত্যা চালিয়েছে। বিপরীতে মাঠের যুদ্ধে মুজাহিদদের কাছে ওয়াগনার বাহিনীত ব্যাপক হতাহতের ও ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে ইমারতে ইসলামিয়ার স্বাবলম্বীকরণ প্রকল্প স্বাক্ষর
পরবর্তী নিবন্ধআমদানি ২১ টাকায়, বাজারে সেই আলুর দাম ৭৫ টাকা