লেবাননজুড়ে ইসরায়েলি বর্বরতায় নিহত আরও ৩৩

0
35

লেবাননে প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সর্বশেষ হামলায় মধ্যপ্রাচ্যের এই দেশটিতে আরও ৩৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে বৈরুতে ২৩ নভেম্বর, শনিবার ইসরায়েলি বর্বরতায় নিহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

আর লেবাননের পূর্বাঞ্চলে ২৪ নভেম্বর, রবিবার প্রাণ হারিয়েছেন আরও ১৩ জন। আহত হয়েছেন আরও বহু মানুষ। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে,বর্বর ইসরায়েলি বিমান হামলায় বৈরুতের মধ্যাঞ্চলে ২০ জন এবং পূর্ব লেবাননে হওয়া হামলায় আরও ১৩ জন নিহত হয়েছেন বলে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

নিহতদের মধ্যে আটজন — যাদের মধ্যে চারজন শিশু — চিমস্টার গ্রামে হামলায় নিহত হয়েছেন এবং বোদাই গ্রামে হামলায় আরও পাঁচজন মারা গেছেন বলে শনিবার লেবানিজ এই মন্ত্রণালয় জানিয়েছে। দুটি গ্রামই বালবেক জেলায় অবস্থিত।

এর আগে ইসরায়েলি দখলদার বাহিনী বৈরুতের কেন্দ্রস্থলে ঘনবসতিপূর্ণ এলাকায় একটি আবাসিক ভবনকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ভবনটি ধনে পড়ে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। বৈরুতে হওয়া এই হামলায় অন্তত ২০ জন নিহত ও আরও ৬৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বেচ্ছাসেবক এবং উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষের মধ্যে বুলডোজার দিয়ে খনন করে এবং ভারী সরঞ্জাম ব্যবহার করে বেঁচে থাকা লোকদের খুঁজছিলেন।

গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৩ হাজার ৬৭০ জন নিহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে। আহত হয়েছেন আরও প্রায় সাড়ে ১৫ হাজার লেবানিজ। লেবাননে ইসরায়েলি হামলায় ১০ লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন।


তথ্যসূত্র:
1. At least 20 killed in Israeli attack in central Beirut
– https://tinyurl.com/mraapwzy
2.23 killed, 42 injured in Israeli airstrikes on Baalbek, eastern Lebanon
– https://tinyurl.com/3hhwrmcm

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় মসজিদ গুঁড়িয়ে দিলো সন্ত্রাসী ইসরায়েল, একদিনে নিহত ৩৮
পরবর্তী নিবন্ধপ্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ের সামনে জনগণের উপর গুলি চালালো পুলিশ; বেশ কয়েকজন আহত, আটক দুই