গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত

0
31

২৪ নভেম্বর, রবিবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বর ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৪ হাজার ২০০ ছাড়িয়ে গেছে।

এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা ওয়াফা।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় সন্ত্রাসী ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ২২১ জনে পৌঁছেছে বলে রোববার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চলমান এই আগ্রাসনে আরও অন্তত এক লাখ ৪ হাজার ৫৬৭ জন ব্যক্তিও আহত হয়েছেন।

মন্ত্রণালয় বলেছে, ২৪ নভেম্বর, রবিবার ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৩৫ জন নিহত এবং আরও ৯৪ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

এদিকে রবিবার উত্তর গাজার একমাত্র কার্যকরি কামাল আদওয়ান হাসপাতালে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলার ঘটনায় হাসপাতালের প্রধানসহ অনেকে আহত হন।

একই দিন পূর্ব গাজার সেজাইয়া শহরের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েলি বাহিনী। এরইমধ্যে বাসিন্দারা শহর ছেড়ে উত্তর গাজায় স্থানান্তর হচ্ছে। তাদের লক্ষ্য করেও হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এদিন নুসেইরাত, মাগাজী এবং মধ্য গাজাতেও ইসরায়েলি বর্বরতায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। ধ্বংস হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।


তথ্যসূত্র:
1. Israel’s genocide in Gaza: 35 Palestinians killed in 24 hours
– https://tinyurl.com/bd6etxfv
2. Gaza death toll tops 44,200 as Israeli attacks kill 35 more Palestinians
– https://tinyurl.com/2fn69dzd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || ৬ ইসরায়েলি সেনার আত্মহত্যা, মানসিক চিকিৎসা নিচ্ছে আরও হাজার হাজার
পরবর্তী নিবন্ধআফগান সরকার কাবুলের উন্নয়ন প্রকল্পে সম্পত্তি অধিগ্রহণের জন্য ২ বিলিয়ন আফগানি ক্ষতিপূরণ প্রদান করেছে