ইসকনের উগ্র নেতা চিন্ময় কৃষ্ণ দাস আটক

0
220

রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের উগ্র নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশে বিমানবন্দর আসে। বিকালে সেখান থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেফতার করে।

গত ৫ আগস্টের পর দেশে সনাতন ধর্মাবলম্বীর নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয়। সেসব সমাবেশ থেকে চিন্ময় কৃষ্ণ দাস বর্তমান সরকারের উদ্দেশে নানা ধরনের হুমকি-ধমকি দিয়ে বক্তব্য দেয়। এর আগে থেকে সে আলোচনায় থাকলেও গত ২৫ অক্টোবর বিকালে চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশে বেশি আলোচনায় আসে।

ওই সমাবেশ করা হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নামে। সমাবেশে এই চিন্ময় কৃষ্ণ দাসই বাংলাদেশের হিন্দুদের মন্দিরে হামলা ও বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগসহ নানা অভিযোগ করে। অথচ তার বিরুদ্ধেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় সে উসকানিমূলক বক্তব্য দিয়ে থাকে।

সম্প্রতি রংপুরে আয়োজিত এক সভায় সে ইসলামকে রাষ্ট্র ধর্ম করতে দেওয়া হবে না মর্মে হুমকি দেয়।

চিন্ময় কৃষ্ণ দাস সমালোচিত উগ্র হিন্দু সংগঠন ইসকনের অন্যতম সংগঠক। সে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করছে। সনাতন ধর্মাবলম্বীদের কাছে সে চিন্ময় প্রভু নামে পরিচিত।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এ মামলা দায়ের হয়। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলো, রাজেশ চৌধুরী ও হৃদয় দাশ। ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে নগরীর কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন।


তথ্যসূত্র:
১. শাহজালাল বিমানবন্দর থেকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ গ্রেফতার
– https://tinyurl.com/mrxp3522

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঢাকা টিটি কলেজে ফের গণরুম খুললো নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ছাত্রলীগের সাবেক কর্মীরা
পরবর্তী নিবন্ধউত্তর গাজায় আরও অন্তত ১০ দখলদার সেনা নিহত