উত্তর গাজায় আরও অন্তত ১০ দখলদার সেনা নিহত

0
127

২৪ নভেম্বর, রবিবার ফিলিস্তিনের মুজাহিদিনদের হামলায় অন্তত ১০ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডস এ তথ্য জানিয়েছে। রাফাহ শহরের পূর্বে আল-জেনিন পাড়ায় এ হামলা চালায়।

টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে আল-কাসসাম ব্রিগেডস জানিয়েছে, তারা শহীদ জিব্রিল ব্রিগেডের সহযোগিতায়, ১০৭ মিমি রকেট দিয়ে ইসরায়েলি সেনাদের দখলে থাকা ভবনকে লক্ষ্য করে একটি হামলা চালিয়েছে।

এতে বলা হয়, আল-কাসসাম যোদ্ধারা একটি জটিল অভিযানে অংশ নিয়ে প্রথমে ইহুদিবাদীদের একটি সাঁজোয়া যানে আল-ইয়াসিন ১০৫ শেল দিয়ে আঘাত হানেন। এরপর তারা ১০ ইসরায়েলি সৈন্যর একটি পদাতিক বাহিনীর ওপর টিবিজি শেল দিয়ে হামলা চালান। এ হামলায় সব ইহুদিবাদী সেনা নিহত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আল-কাসসাম ব্রিগেড ভারী মর্টার শেল দিয়ে গাজা শহরের উত্তরে আল-তাওয়াম এলাকায় অগ্রসর হওয়া শত্রু বাহিনীর কমান্ড এবং নিয়ন্ত্রণ সদর দফতরে বোমাবর্ষণ করেছে।

এছাড়া আল-কাসসাম ব্রিগেড দক্ষিণ রাফাহ শহরের আওয়াদ টাওয়ারের উত্তরে আল ইয়াসিন-১০৫ রকেট দিয়ে ইসরায়েলিদের একটি ইহুদিবাদী সামরিক D9 বুলডোজারে হামলা চালানো হয় বলে জানিয়েছে

এদিকে আল-কুদস ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা মুজাহিদিন ব্রিগেডের সাথে সমন্বয় করে, আমরা ফাজ্জা মিলিটারি সাইটে ১০৭ মিমি রকেট দিয়ে একটি ইহুদিবাদী সামরিক অবস্থানে আক্রমন করেছে।

আল-কুদস ব্রিগেড আরো জানিয়েছে, যোদ্ধারা একটি ইহুদিবাদী ইভো ম্যাক্স ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। ড্রোনটি উত্তর গাজা উপত্যকায় আবাসিক বাড়িতে বোমা ফেলছিল।

গাজা থেকে হামাস যোদ্ধাদের চিশ্চিহ্ন করতে আবার সেখানে হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা। তবে হামলা চালাতে গিয়ে তারা সেখানে হামাসের পাল্টা প্রতিরোধের মুখে পড়েছে। ৭ অক্টোবর, ২০২৩-এর পর থেকে এ পর্যন্ত যোদ্ধাদের প্রতিরোধের মুখে কমপক্ষে ১০০০ ইহুদিবাদী দখলদার সৈন্য নিহত এবং প্রায় ১১,৫০০০ জন আহত হয়েছে।


তথ্যসূত্র:
1. Exceptional Day – Resistance Roundup – Day 415
– https://tinyurl.com/3nk2rmuf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইসকনের উগ্র নেতা চিন্ময় কৃষ্ণ দাস আটক
পরবর্তী নিবন্ধচীন থেকে আফগানিস্তানে সরাসরি রেলপথে প্রথম বাণিজ্য সফলভাবে সম্পন্ন