বুরকিনায় মুজাহিদদের পৃথক অভিযানে অর্ধডজনেরও বেশি আইএস সদস্য নিহত

0
126

আল-কায়েদা পশ্চিম আফ্রিকা শাখা জামাআত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম)। সম্প্রতি দলটির মুজাহিদিনরা বুরকিনা ফাসোতে খারেজি গোষ্ঠী আইএসের উপর ২টি হামলা চালিয়েছেন। এতে তাদের বেশ কিছু সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে।

আয-যাল্লাকার রিপোর্ট অনুযায়ী, ‘জেএনআইএম’ মুজাহিদিনরা গত ২৮ ডিসেম্বর আইএস খারেজিদের বিরুদ্ধে ২টি পৃথক অভিযান পরিচালনা করছেন। মুজাহিদিনরা খারেজিদের বিরুদ্ধে এদিন তাদের প্রথম অভিযানটি পরিচালনা করেন ডুরি রাজ্যের স্কোডো এলাকায়। এতে বেশ কয়েকজন আইএস সদস্য নিহত হয়।

খারেজি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে মুজাহিদিনরা এদিন তাদের দ্বিতীয় সফল অভিযানটি পরিচালনা করেন একই রাজ্যের ওয়াদালা অঞ্চলে। মুজাহিদদের এই অভিযানে খারেজি গোষ্ঠী আইএসের ৪ সদস্য নিহত হয়। এসময় মুজাহিদিনরা নিহত সন্ত্রাসীদের কাছ থেকে একটি (দুশকা) মেশিনগান, দুটি ক্লাশিনকোভ রাইফেল এবং একটি বুলেট বাক্স সহ অন্যান্য আরও অনেক সামরিক সরঞ্জাম জব্দ করেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিচারপতির কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আনতে গিয়ে আটক যুবদল নেতা
পরবর্তী নিবন্ধটিটিপির ২টি আইডি বিস্ফোরণে ২০ পাকিস্তানি সেনা নিহত