উগান্ডান বাহিনীর সরবরাহ কনভয়ে আশ-শাবাবের সিরিজ হামলা: অন্তত ২৬ সেনা হতাহত

0
56

সোমালিয়ায় মোগাদিশু বাহিনীকে সহায়তাকারী দখলদার উগান্ডান বাহিনীর সরবরাহ কনভয়গুলো লক্ষ্য করে সস্প্রতি ভারী হামলা চালানো শুরু করেছে আশ-শাবাব মুজাহিদিন। গত দু’দিনেও দেশের দক্ষিণ ও কেন্দ্রীয় অঞ্চলে উগান্ডান বাহিনীর ২টি সামরিক কনভয়ে অতর্কিত আক্রমণ চালিয়েছেন মুজাহিদিনরা।

শাহাদাহ এজেন্সির তথ্যমতে, গত ১২ জানুয়ারি রবিবার, রাজধানী মোগাদিশু থেকে শাবেল রাজ্যের কিছু অংশে উগান্ডান বাহিনীর জন্য সরবরাহ নিয়ে যাওয়া একটি কনভয় টার্গেট করে রাজ্যটির ২টি এলাকায় অতর্কিত আক্রমণ চালিয়েছেন মুজাহিদিনরা। রাজ্যটির জানালি এবং ৬০-নাম্বার এলাকায় উগান্ডার সেনাদের কনভয়টিকে লক্ষ্য করে ধারাবাহিক বিস্ফোরণের শিকারের পরিণত করেন শাবাব যোদ্ধারা।

রাজ্যটির ২টি স্থানে মুজাহিদদের ধারাবাহিক বিস্ফোরণে দখলদার উগান্ডান বাহিনীর কমপক্ষে ৭ সৈন্য নিহত এবং আরও ১০ এরও বেশি সৈন্য আহত হয়েছে। সেই সাথে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বোঝাই একটি সরবরাহ ট্রাক সম্পূর্ণ পুড়ে গেছে।

এই হামলার একদিন আগে, রাজ্যটির ৫০ নম্বর এবং এল-ওয়ারেগোর এলাকাগুলির মধ্য দিয়ে যাওয়া উগান্ডান বাহিনীর অন্য একটি সরবরাহ কনভয়কে লক্ষ্যবস্তুতে পরিণত করেন মুজাহিদিনরা। কনভয়টি লক্ষ্য করে আশ-শাবাব মুজাহিদদের সিরিজ বোমা বিস্ফোরণে অন্তত ৬ উগান্ডার সেনা নিহত এবং ৩ উগান্ডান সেনা আহত হয়। বিস্ফোরণে দখলদার বাহিনীর একটি হামার সাঁজোয়া যান ধ্বংস হয়।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/yybcewb3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতায় নিহত আরও ২৮
পরবর্তী নিবন্ধকুমিল্লা সীমান্তে বেড়া তুলছে ভারত; সীমান্তের কাছে গেলেই এলাকাবাসীকে গুলি করার হুমকি