
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রদল কর্মীর নেতৃত্বে স্থানীয় বহিরাগতদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এসব শিক্ষার্থীদের মাঝে ছাত্রীও আছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা।
বিশ্ববিদ্যালয় সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, বৃহস্পতিবার (১৩ মার্চ) ইফতারের আগে বিশ্ববিদ্যালয়ের পুরাতন আইইআর ভবনের সামনে এই মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় লোক প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিব ও আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কপিলসহ অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে অভিযোগ দেয় ভুক্তভোগী শিক্ষার্থীরা। এছাড়া মারধরের ভিডিওতে স্থানীয় ছাত্রদল কর্মী ইশরাক শাহরিয়ার বাবুকে দেখা যায়। অভিযুক্ত কপিল ও শাকিব দুই ভাই। শাকিব বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মী। মারধরের সময় তার গলায় ছাত্রদলের চলমান ইফতার প্রোগ্রামের স্বেচ্ছাসেবক কার্ডের ছবি ছিল।
ভুক্তভোগী শিক্ষার্থী গণমাধ্যমকে জানিয়েছে, হামলাকারীরা চলে যাওয়ার সময় আমাদের ছবি তুলেছে ও ভিডিও করে নিয়ে গেছে। একইসঙ্গে দেখে নেওয়ার হুমকি দিয়ে গেছে। এমতাবস্থায় আমরা ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছি।
তথ্যসূত্র:
১. বহিরাগতদের নিয়ে শিক্ষার্থীদের মারধর ছাত্রদল কর্মীর
-https://tinyurl.com/5n8wz7pz