আফগানিস্তানে মাদক চাষ ও চোরাচালান উল্লেখযোগ্যভাবে কমেছে: ইমারতে ইসলামিয়া

0
2

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে মাদক নির্মূলের জন্য কঠোর পদক্ষেপ নিচ্ছে। মাদক চাষ, উৎপাদন এবং চোরাচালান বন্ধ করার লক্ষ্যে পুলিশ বাহিনী নিয়মিত কাজ করে যাচ্ছে এবং ইতিমধ্যে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে।

ইমারতে ইসলামিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি হাফিযাহুল্লাহ গত ১৩ মার্চ এক মন্তব্যে বলেন, আফগানিস্তানে মাদকদ্রব্যের প্রক্রিয়াজাতকরণ এবং চোরাচালান উল্লেখযোগ্যভাবে কমেছে। তিনি আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণকারী পুলিশ মাদক চাষ, উৎপাদন এবং চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।

জাতিসংঘের মাদক ও অপরাধ দপ্তরের সাম্প্রতিক প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমরা আশ্বস্ত করছি যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণকারী পুলিশ মাদকের বিরুদ্ধে লড়াইয়ে তাদের প্রচেষ্টা আগের চেয়ে আরও তীব্র করেছে এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।’

উল্লেখ্য যে, জাতিসংঘের মাদক ও অপরাধ দপ্তরের সাম্প্রতিক এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে আফগানিস্তানে আফিমের দাম বহুগুণ বেড়েছে।

এই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় আব্দুল মতিন কানি জানিয়েছেন, এটা স্বাভাবিক যে যখন উৎপাদন বা সরবরাহ থাকে না, তখন দাম কয়েকগুণ বেড়ে যায়। তিনি আরও বলেন, এই পরিস্থিতি আফগানিস্তানে মাদক নির্মূলে ইমারতে ইসলামিয়ার অগ্রগতি এবং গুরুত্বের স্পষ্ট প্রমাণ। এবং এগুলো ইঙ্গিত দেয় যে আফগানিস্তান মাদক নির্মূলের পথে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে এবং সমাজে শান্তি স্থাপনে ইমারতে ইসলামিয়া দৃঢ় প্রতিজ্ঞ।


তথ্যসূত্র:
1. Narcotics production has ‘significantly’ dropped in Afghanistan: Qane
– https://tinyurl.com/93k96c8r

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারতে ইসলামিয়ার উন্নয়ন পরিকল্পনা: কুন্দুজ প্রদেশে বাণিজ্যিক বাজার প্রকল্প উদ্বোধন
পরবর্তী নিবন্ধচবিতে বহিরাগতদের নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মারধর করলো ছাত্রদল নেতা