আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ০১

0
6

নড়াইলের কালিয়ায় আওয়ামী লীগ-বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে হাসিম মোল্যা (৩৫) নামে একজন নিহত হয়েছে। সংঘর্ষ থামাতে গিয়ে দুই পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ৮ জন নেতাকর্মী আহত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত হাসিম মোল্যা উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের আব্দুল কাদের মোল্যার ছেলে ও বিএনপির জনি মোল্যা গ্রুপের একজন কর্মী।

স্থানীয়রা ও পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাহিদ মোল্যার চাচাতো ভাই পার্শ্ববর্তী খুলনা জেলার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ঠান্ডু মোল্যা গ্রুপের লোকজনের সঙ্গে হামিদপুর ইউনিয়ন বিএনপি নেতা জনি মোল্যা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৪ মার্চ) বিকালে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে বিএনপির নেতা জনি মোল্যা কালিয়া উপজেলার গাজীরহাট বাজার থেকে ঠান্ডু মোল্যা গ্রুপের লোক আব্দুর রউফ মোল্যাকে বের করে দেয়।

এরই জেরে শনিবার (১৫ মার্চ) সকালে উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের ঠান্ডু মোল্যা গ্রুপের লোকজন প্রতিপক্ষ গ্রুপের বিএনপি নেতা জনি মোল্যা ও তার লোকজনের ওপর হামলা করলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে হাসিম মোল্যা (৩৫), আব্দুল কাদের মোল্যা (৬০), আশিক (২০), পনি মোল্যা (৩০) ও জনি মোল্যাসহ উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়।

এ ঘটনায় জনি মোল্যা গ্রুপের আহত হাসিম মোল্যার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।


তথ্যসূত্র্র্র:
১. আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, অস্ত্রসহ আটক ২
– https://tinyurl.com/5ubvjfyn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ১৭ বছর পর আওয়ামীলীগ অফিসের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন; ক্ষতি ১০ লক্ষ টাকা
পরবর্তী নিবন্ধবিএনপির ইফতার মাহফিলে ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলার এজহারভুক্ত আসামি