নর্থ মেসিডোনিয়ায় নাইটক্লাবে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৫১

0
33

দক্ষিণ-পূর্ব ইউরোপের স্থলবেষ্টিত দেশ নর্থ মেসিডোনিয়ার কোচানি শহরের একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫১ জন নিহত হয়েছে এবং আরও প্রায় ১০০ জন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পাঞ্চে তোশকোভস্কি এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছে।

১৬ মার্চ, রবিবার স্থানীয় সময় রাত ২:৩৫ মিনিটে কোচানির একটি জনপ্রিয় নাইটক্লাবে পপ কনসার্ট চলাকালে হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়ে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এপি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কনসার্টে আসা তরুণদের ব্যবহৃত আতশবাজির কারণে ছাদে আগুন ধরে যায়, যা মুহূর্তের মধ্যেই পুরো ক্লাবে ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আতঙ্কিত মানুষজন প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছে এবং ক্লাবের ভেতরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকেই ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে পড়ে, অনেকে পুড়ে গুরুতর আহত হয়।

ঘটনার পরপরই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা জানিয়েছে, অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।


তথ্যসূত্র:
1. North Macedonia club fire live: 51 killed, 100 wounded in concert blaze
– https://tinyurl.com/yc3rnv4m
2.Fifty-nine dead after North Macedonia nightclub fire
– https://www.bbc.com/news/articles/c70wdedp20wo

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের তিন রাজ্যে ভয়াবহ দাবানল ও ধুলিঝড়, ‘রেড ফ্ল্যাগ’ এবং ‘হাই উইন্ড’ সতর্কতা জারি
পরবর্তী নিবন্ধবুরকিনায় সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে জেএনআইএম: নিহত ১২ শত্রু সেনা