গাজায় বর্বর ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪, ধ্বংসস্তূপে মিলল ১৫ লাশ

0
21

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা থামার কোনো লক্ষণ নেই। প্রতিদিনের মতোই সেখানে নতুন করে হতাহতের ঘটনা ঘটেছে। যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও হামলা বন্ধ হয়নি। ফলে নিহত মানুষের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, সাথে ধ্বংসস্তূপের নিচে আরও লাশের খোঁজ পাওয়া যাচ্ছে।

১৬ মার্চ, রবিবার দখলদার ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় আরও ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৫১ জন আহত হয়েছেন। এছাড়া, ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ১৫টি লাশ উদ্ধার করা হয়েছে। ফলে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮,৫৭২ জনে। আহত হয়েছেন ১,১২,০৩২ জনের বেশি মানুষ। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতেও পারছেন না।

গাজায় ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও তা কার্যত মানছে না দখলদার ইসরায়েল। তিন দফার এই চুক্তিতে বন্দি বিনিময়, স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলের সেনা প্রত্যাহারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বাস্তবে, ইসরায়েল প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির দাবি জানালেও, ইসরায়েল তা উপেক্ষা করে গাজাকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে।

গাজায় হতাহত, ধ্বংসযজ্ঞ ও মানবিক সংকট প্রতিদিন বেড়েই চলেছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও এর বাস্তবায়ন হয়নি। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলি বর্বর হামলার কারণে প্রায় ৮৫% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া, অবরুদ্ধ এই অঞ্চলের ৬০% অবকাঠামো সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের এই বর্বর আগ্রাসনের কারণে আন্তর্জাতিক বিচার আদালতে তাকে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।


তথ্যসূত্র:
1. Israeli Drone Strike Kills Palestinian in Gaza as Death Toll Nears 50,000
– https://tinyurl.com/35ev3uun
2. 14 more Gazans killed in Israeli attacks despite ceasefire, death toll tops 48,570
– https://tinyurl.com/4njkds22

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআল-খন্দক অপারেশন: একদিনে পাকিস্তানে টিটিপির ৬১ অভিযান
পরবর্তী নিবন্ধতালিবান সেনাবাহিনীর আল-ফাতহ কর্পসে প্রশিক্ষণ সম্পন্ন করল ৯৫০ জন সেনাসদস্য