
পাকিস্তান জুড়ে সামরিক বাহিনীকে লক্ষ্য করে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) হামলার মাত্রা ক্রমশ বাড়ছে। দলটি একদিনে পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে ৬১টি হামলা চালানোর তথ্য নিশ্চিত করেছে।
পাকিস্তান ভিত্তিক সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। গত ১৫ মার্চ দলটির মুখপাত্র মুহাম্মদ খোরাসানির জারি করা এক বিবৃতির মাধ্যমে পাকিস্তান জুড়ে সামরিক বাহিনীর বিরুদ্ধে “আল-খন্দক” নামে বসন্তকালীন অপারেশন শুরু করেছে।
মুহাম্মদ খোরাসানির এই ঘোষণার পর, টিটিপির মুজাহিদিনরা গত ১৫ মার্চ শনিবার, ২৪ ঘন্টায় পাকিস্তানে দেশটির সামরিক বাহিনীর বিরুদ্ধে ১টি ইস্তেশহাদী হামলা সহ ৬১টি পৃথক অপারেশন পরিচালনা করেছেন। এদিনের পরিচালিত অপারেশন নিয়ে মুহাম্মদ খোরাসানির প্রকাশিত ৪টি বিবৃতির তথ্য অনুযায়ী, পাকিস্তানের ১৫টি প্রদেশে টিটিপির পরিচালিত অভিযান সমূহের মধ্যে ৩০টিতে পাকিস্তান সামরিক বাহিনীর অন্তত ৫৫ সেনা নিহত এবং আরও ২৯ এরও বেশি সৈন্য আহত হয়েছে। এদিন টিটিপির বীর মুজাহিদদের পরিচালিত অন্য ৩১টি অভিযানেও বহু সংখ্যক শত্রু সৈন্য হতাহত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তবে এই হামলাগুলোয় কত সংখ্যক শত্রু সৈন্য হতাহত হয়েছে তার বিস্তারিত তথ্য জানা যায়নি।
মুজাহিদিনরা ১৫ মার্চ পরিচালিত তাদের উক্ত অভিযানগুলো পাকিস্তানের লাক্কি মারওয়াত, দক্ষিণ ওয়াজিরিস্তান, খাইবার, ট্যাঙ্ক, বাজাউর, বান্নু, পেশোয়ার, মোহমান্দ, চিত্রাল, কুররাম, মারদান, মাকরান, কারাক, কোহাট, পিশিন সহ অন্যান্য কয়েকটি অঞ্চলে পরিচালনা করেছেন। এসকল অভিযানে মুজাহিদিনরা রকেট লঞ্চার, স্নাইপার রাইফেল, লেজার গান, পিকাচু, জিএল এবং অন্যান্য ভারী অস্ত্র ব্যবহার করেছেন। এতে পাকিস্তান সামরিক বাহিনীর বেশ কিছু সামরিক পোস্ট, নিরাপত্তা ক্যামেরা, যোগাযোগ টাওয়ার এবং সামরিক যানবাহন ধ্বংস হয়ে গেছে।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/4r6vjcvf
আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালা পাকিস্তানকে না-পাক জেনারেলদের থেকে মুক্ত করুন, ইসলামের বিজয় দান করুন, আমিন।