
আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়ন সীমান্তে আবারও ভারতীয় নির্মাণ শ্রমিকদের নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপনের চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিজিবি বাধা প্রদান করলে নির্মাণ কাজ বন্ধ করে লোহার খুঁটি ও কাঁটাতারের বেড়া সরিয়ে নেয় বিএসএফের সদস্যরা।
বিজিবি ও স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তের প্রধান পিলার ডিএএমপি ৮ নম্বরের ৪৩ নম্বর সাবপিলারের দহগ্রাম মাস্টারপাড়া সীমান্ত ও ভারতের খিতিরবাড়ী সীমান্তের ভারতীয় পশ্চিমবঙ্গের বিএসএফের ৬ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের বিএসএফ সদস্যরা সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় প্রায় ১০০ গজ এলাকায় আবারও কাঁটাতারের বেড়া নির্মাণ করতে থাকে।
শূন্যরেখার মাত্র ৩ থেকে ৪ গজ স্থান ছেড়ে লোহার খুঁটিতে ৩ থেকে ৪ ফুট উচ্চতা বিশিষ্ট কাঁটাতারের বেড়া স্থাপন করতে থাকে। বিষয়টি জানতে পেরে দহগ্রাম আঙ্গোরপোতা বিজিবি ক্যাম্পের টহল দলের ৪ জন বিজিবি সদস্য ঘটনাস্থলে গিয়ে বেড়া নির্মাণে বাধা প্রদান করে।
এ সময় বিএসএফের অন্তত ৩০ থেকে ৩৫ জন সদস্য বিজিবির সদস্যদের সাথে তর্কে জড়ায়। বিএসএফ ও নির্মাণ শ্রমিকেরা জোড় করে বেড়া নির্মাণের চেষ্টা চালায়। এ সময় বিজিবির সদস্যরা লোহার অ্যাঙ্গেলের খুঁটি ও কাঁটাতার উপড়ে দেয়। এতে কিছু সময় উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে এবং অ্যাঙ্গেলের খুঁটি ও কাঁটাতার নিয়ে চলে যায়।
তথ্যসূত্র:
১. দহগ্রাম সীমান্তে বিজিবির বাধায় খুঁটি সরিয়ে নিলো বিএসএফ
– https://tinyurl.com/3tuavs6h