আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফ এর; বিজিবির বাধায় কাজ বন্ধ

0
5

আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়ন সীমান্তে আবারও ভারতীয় নির্মাণ শ্রমিকদের নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপনের চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিজিবি বাধা প্রদান করলে নির্মাণ কাজ বন্ধ করে লোহার খুঁটি ও কাঁটাতারের বেড়া সরিয়ে নেয় বিএসএফের সদস্যরা।

বিজিবি ও স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তের প্রধান পিলার ডিএএমপি ৮ নম্বরের ৪৩ নম্বর সাবপিলারের দহগ্রাম মাস্টারপাড়া সীমান্ত ও ভারতের খিতিরবাড়ী সীমান্তের ভারতীয় পশ্চিমবঙ্গের বিএসএফের ৬ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের বিএসএফ সদস্যরা সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় প্রায় ১০০ গজ এলাকায় আবারও কাঁটাতারের বেড়া নির্মাণ করতে থাকে।

শূন্যরেখার মাত্র ৩ থেকে ৪ গজ স্থান ছেড়ে লোহার খুঁটিতে ৩ থেকে ৪ ফুট উচ্চতা বিশিষ্ট কাঁটাতারের বেড়া স্থাপন করতে থাকে। বিষয়টি জানতে পেরে দহগ্রাম আঙ্গোরপোতা বিজিবি ক্যাম্পের টহল দলের ৪ জন বিজিবি সদস্য ঘটনাস্থলে গিয়ে বেড়া নির্মাণে বাধা প্রদান করে।

এ সময় বিএসএফের অন্তত ৩০ থেকে ৩৫ জন সদস্য বিজিবির সদস্যদের সাথে তর্কে জড়ায়। বিএসএফ ও নির্মাণ শ্রমিকেরা জোড় করে বেড়া নির্মাণের চেষ্টা চালায়। এ সময় বিজিবির সদস্যরা লোহার অ্যাঙ্গেলের খুঁটি ও কাঁটাতার উপড়ে দেয়। এতে কিছু সময় উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে এবং অ্যাঙ্গেলের খুঁটি ও কাঁটাতার নিয়ে চলে যায়।


তথ্যসূত্র:
১. দহগ্রাম সীমান্তে বিজিবির বাধায় খুঁটি সরিয়ে নিলো বিএসএফ
– https://tinyurl.com/3tuavs6h

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহাসপাতালের বিলবোর্ডে ভেসে উঠলো ‘আওয়ামী লীগ আবার ফিরবে’
পরবর্তী নিবন্ধগাজার পাশাপাশি সিরিয়াতেও হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল