
ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি হাফিযাহুল্লাহ নিশ্চিত করেছেন যে, যুক্তরাষ্ট্র তালিবানের বিশিষ্ট নেতা ও স্বরাষ্ট্র মন্ত্রী মাওলানা খলিফা সিরাজউদ্দিন হাক্কানি হাফিযাহুল্লাহ এর গ্রেপ্তারে সহায়তাকারী তথ্যের জন্য ঘোষিত ১০ মিলিয়ন ডলারের পুরস্কারের ঘোষণা প্রত্যাহার করেছে। একইসঙ্গে, আরও দুই তালিবান নেতা আব্দুল আজিজ হাক্কানি হাফিযাহুল্লাহ এবং ইয়াহিয়া হাক্কানি হাফিযাহুল্লাহর বিরুদ্ধে ঘোষিত ১০ মিলিয়ন ডলারের পুরস্কারও প্রত্যাহার করা হয়েছে।
গত ২২ মার্চ আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের প্রশাসন সম্প্রতি মানবিক পদক্ষেপ হিসেবে জর্জ গ্লিজম্যান নামে এক মার্কিন নাগরিক মুক্তি দেয়। মার্কিন এই নাগরিক ২০২২ সালের ডিসেম্বরে আফগানিস্তানে পর্যটক হিসেবে ভ্রমণের সময় আটক হয়। তার মুক্তির কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র তিন তালিবান নেতার বিরুদ্ধে ঘোষিত পুরস্কার প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।
জর্জ গ্লিজম্যানকে মুক্তির পর মার্কিন পররাষ্ট্র দপ্তর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছিল, এটি দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার প্রতিশ্রুতি প্রতিফলিত করে। মার্কিন কর্মকর্তারা এটিকে ইমারতে ইসলামিয়ার সঙ্গে সংলাপের একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে উল্লেখ করেছিল।
আল-জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, যদিও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রত্যাহার করেছে, তবে এফবিআই এখনও তাদের ওয়েবসাইটে এই সংক্রান্ত তথ্য রেখে দিয়েছে, যা তাদের দ্বৈত নীতির প্রতিফলন।
উল্লেখ্য, আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে জিহাদ চলাকালীন মাওলানা সিরাজউদ্দিন হাক্কানির বিরুদ্ধে ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা হাক্কানি নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে এবং আফগানিস্তানে মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলা, অপহরণ ও আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তোলে। তবে ২০২১ সালে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান ক্ষমতা গ্রহণের পর সিরাজউদ্দিন হাক্কানি স্বরাষ্ট্র মন্ত্রী হন।
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্ত প্রমাণ করে যে, তারা আফগানিস্তানের নতুন বাস্তবতা মেনে নিতে বাধ্য হয়েছে।
তথ্যসূত্র:
1. US lifts $10m reward for major Taliban leader Haqqani
– https://tinyurl.com/58kuu4a9