‘ফিলিস্তিনের গল্প বলে যান’- ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের শেষ আহ্বান

0
162

ফিলিস্তিনের গাজা উপত্যকায় আল জাজিরার সাংবাদিক হোসসাম শাবাতকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

২৫ মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানানো হয়েছে, গাজার বেইত লাহিয়ার পূর্ব অংশে হোসসাম শাবাতের গাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। তিনি আল জাজিরার ‘মুবাশির’ বিভাগে কাজ করতেন।

মধ্য গাজার দেইর আল-বালাহ থেকে আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আযম জানিয়েছেন, ২৩ বছর বয়সী শাবাত এর আগেও ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন। এরপরও তিনি গাজায় সংবাদ কাভারেজ চালিয়ে যাচ্ছিলেন।

তিনি বলেন, ‘ইসরায়েলি বাহিনী কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই তার গাড়িতে হামলা চালিয়েছে।’

আল জাজিরার এই সাংবাদিক শেষবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে তার শেষ পোস্টে লিখেছিলেন:

‘আমি উত্তর গাজ্জার ভয়াবহতা মিনিটে মিনিটে নথিভুক্ত করেছি। তারা যে সত্যকে কবর দিতে চেয়েছিল, তা বিশ্বকে দেখানোর জন্য আমি দৃঢ়প্রতিজ্ঞ। আমি ফুটপাতে, স্কুলে, তাঁবুতে—যেখানেই পারি ঘুমিয়েছি। প্রতিটি দিন ছিল বেঁচে থাকার লড়াই। মাসের পর মাস ক্ষুধা সহ্য করেছি, তবুও কখনো আমার জনগণের পাশে দাঁড়ানো বন্ধ করিনি। এখন আমি আপনাদের কাছে অনুরোধ করছি—গাজা নিয়ে কথা বলা বন্ধ করবেন না। বিশ্বকে চোখ এড়িয়ে যেতে দেবেন না। লড়াই চালিয়ে যান, আমাদের গল্প বলতে থাকুন, যতক্ষণ না ফিলিস্তিন স্বাধীন হয়।’


তথ্যসূত্র:
1. Al Jazeera condemns Israel’s killing of journalist Hossam Shabat in Gaza
– https://tinyurl.com/bdftxvjr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট || রাজধানী মোগাদিশুর উপকণ্ঠে হারিরি আদিল এলাকায় মুজাহিদদের অতর্কিত আক্রমণ: হতাহত ২৮ শত্রু সেনা
পরবর্তী নিবন্ধভিজিএফের কার্ড চাওয়ায় ‘তুই আমা‌কে ভোট দিস‌নি’বলে বৃদ্ধাকে থাপ্পর দিল আওয়ামী ইউপি সদস্য