ভারতে মসজিদ ভাঙার দাবিতে বুলডোজার নিয়ে মিছিল করলো হিন্দুত্ববাদীরা

0
77

ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে একটি মসজিদকে ‘অবৈধ’ ও ‘ভূমি জিহাদের’ অংশ বলে দাবি করে সেটি ভেঙে ফেলার জন্য কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করছে হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো। তবে মুসলিম বাসিন্দারা এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে জানিয়েছেন, মসজিদের বৈধতা প্রমাণের জন্য প্রয়োজনীয় সব নথি তাদের কাছে রয়েছে।

গত ২৪ মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ক্লারিওন ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৩ মার্চ প্রতিবাদের অংশ হিসেবে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সদস্যরা হাটাই খেদা এলাকায় মসজিদের দিকে বুলডোজার নিয়ে মিছিল করে। তিনতলা বিশিষ্ট ওই মসজিদের কিছু অংশ এখনো নির্মাণাধীন। তবে হিন্দুদের বিক্ষোভের পর প্রশাসন আপাতত নির্মাণকাজ স্থগিত করে দিয়েছে।

বুলডোজার মিছিলের সময় গণমাধ্যমকে এক হিন্দুত্ববাদী বিক্ষোভকারী জানায়, ‘যদি প্রশাসন মসজিদের বিরুদ্ধে বুলডোজার না চালায়, তাহলে আমরা নিজেরাই এটি গুঁড়িয়ে দেব।’ এ সময় তারা ‘ভূমি জিহাদ মানা হবে না’ বলে স্লোগান দেয়। অন্য একজন বিক্ষোভকারী জানায়, ‘আমরা যে কোনো মূল্যে এই মসজিদ ভেঙে ফেলব। সরকার অনুমতি দিক বা না দিক, আমরা এটি গুঁড়িয়ে দেব। সরকার যা করার করুক – আমাকে জেলে পাঠাক বা ফাঁসি দিক, আমি পিছপা হবো না।’

আরেক বিক্ষোভকারী দাবি, ‘ভোপালের বিভিন্ন এলাকায় ‘ভূমি জিহাদ’ চলছে, এবং এই মসজিদ তারই অংশ। তিনতলা মসজিদ নির্মাণ মেনে নেওয়া যাবে না।’ একদল বিক্ষোভকারী বুলডোজারের ওপর উঠে সরকারের প্রতি হুঁশিয়ারি দেয়।

স্থানীয় মুসলিমরা জানিয়েছে, মসজিদের জমি সরকারি নয়। এই মসজিদের সব বৈধ নথিপত্র তাদের কাছে রয়েছে। তবে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা পাল্টা দাবি করেছে, মসজিদটি সরকারি জমিতে নির্মিত। কোনো প্রমাণ উপস্থাপন না করেই তারা আরও অভিযোগ করে যে, ওই এলাকায় রোহিঙ্গা মুসলিমদের এনে বসবাস করানো হচ্ছে।

মুসলিম বাসিন্দারা আরও জানিয়েছেন, ভারতজুড়ে পরিকল্পিতভাবে মসজিদগুলোকে টার্গেট করা হচ্ছে। এক স্থানীয় মুসলিম বলেন, ‘এদের সব মসজিদের সঙ্গেই সমস্যা। তারা তাজমহল, লাল কেল্লা নিয়েও বিতর্ক সৃষ্টি করেছে। সম্প্রতি সম্ভল মসজিদের বিষয়টি সামনে আনা হয়েছে। এখন তারা মসজিদ খুঁড়ে মন্দির খোঁজার চেষ্টা করছে।’ তিনি আরও বলেন, ‘সরকার ইচ্ছাকৃতভাবে হিন্দু-মুসলিমদের মধ্যে বিরোধ সৃষ্টি করতে চাইছে। সরকার পক্ষপাতদুষ্ট আচরণ করছে।’

উল্লেখ্য যে, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে ‘দখলদারিত্ব সরানোর’ নামে প্রশাসন ও হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো মসজিদকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, গুজরাট এবং এখন মধ্যপ্রদেশেও মসজিদের বিরুদ্ধে আন্দোলন চলছে। এর আগে উত্তরপ্রদেশ ও গুজরাটের কয়েকটি মসজিদ ইতোমধ্যে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।


তথ্যসূত্র:
1. Madhya Pradesh: Hindutva Groups Seek Demolition of Bhopal Mosque
– https://tinyurl.com/3348wze9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিজিএফের কার্ড চাওয়ায় ‘তুই আমা‌কে ভোট দিস‌নি’বলে বৃদ্ধাকে থাপ্পর দিল আওয়ামী ইউপি সদস্য