প্রকাশ্যে সিগারেট খেতে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা

0
70

শরীয়তপুরের ভেদরগঞ্জে প্রকাশ্যে সিগারেট খাওয়ার প্রতিবাদ করায় দুই যুবকের মারধরের ঘটনায় রোমান হাওলাদার নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (৩০ মার্চ) রাতে উপজেলার সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। সোমবার (৩১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে ভেদরগঞ্জ থানার ওসি পারভেজ হাসান সেলিম।

নিহত রোমান হাওলাদার উপজেলার গৈড্যা এলাকার মৃত আব্দুল লতিফ হাওলাদারের ছেলে।

আটককৃতরা হল সখিপুর থানার আরশীনগর ইউনিয়নের মালত কান্দি এলাকার রফিজল মোল্লার ছেলে মনির হোসেন মোল্লা (২৫) ও তার ভাই কবির হোসেন মোল্লা (২৩)।

স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছে, নিহত যুবকের বাড়ির সামনে দুই যুবক প্রকাশ্যে সিগারেট খাচ্ছিল। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত দুই যুবক রোমান হাওলাদারকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে অভিযুক্তদের আটক করে পুলিশ।


তথ্যসূত্র:
১. প্রকাশ্যে সিগারেট খেতে বাধা দেওয়ায় হত্যার অভিযোগ
-https://tinyurl.com/4pjsc8aj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুরকিনায় শত্রুর সুরক্ষিত ঘাঁটিতে মুজাহিদদের অতর্কিত আক্রমণ: অন্তত ৬৫ শত্রু সেনা নিহত
পরবর্তী নিবন্ধঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে হেনস্তা ও চাকুরিচ্যুতির হুমকি যুবদল নেতার