মেয়ের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবা, চাচা ও ভাইকে কুপিয়ে জখম

0
75

ফরিদপুরের ভাঙ্গায় এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে ওই স্কুলছাত্রীর বাবা, চাচা ও ভাইকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এসময় তাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

সোমবার (৩১ মার্চ) দুপুরের দিকে উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই ছাত্রীর বাবা মো. গফফার মিয়া (৫৬), চাচা ছত্তার মিয়া (৬১) ও ফুফাতো ভাই তাইমুর মাতুব্বর (১৯)।

পুলিশ ও স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছে, উপজেলার আলগী ইউনিয়নের হাজী হাসিয়ার রহমান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে (১৭) এক সপ্তাহ আগে প্রাইভেট পড়তে যাওয়ার সময় প্রতিবেশী সিয়াম মোল্লা (১৯), রিফাত মোল্লা (২০), সাকিব মোল্লা (২২) ইভটিজিং করে। পরে ওই স্কুলছাত্রী বাড়িতে এসে ঘটনাটি তার বাবা-মাকে জানায়।

পরবর্তীতে ওই ছাত্রীর বাবা ও চাচা বিষয়টি ওই যুবকদের অভিভাবকদের জানায়। এতে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। গত রোববার রাত ১১টার দিকে ওই ছাত্রীর বাড়ির সামনে এসে তারা আতশবাজি ফোটায় এবং কয়েকটি আতশবাজি বাড়ির ভেতরে নিক্ষেপ করে। বিষয়টি পুনরায় তাদের অভিভাবকদের জানালে সোমবার দুপুরের দিকে ১০-১২ জনসহ এসে ওই ছাত্রীর বাড়িতে ঢুকে তার বাবা, চাচা ও ফুফাতো ভাইকে কুপিয়ে জখম করে। এসময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।


তথ্যসূত্র:
১. ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রীর বাবা-চাচাকে কুপিয়ে জখম
– https://tinyurl.com/3xarmfhc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঈদের নামাজে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান; প্রতিবাদ করায় আওয়ামী নেতাদের গুলি বর্ষণ, গুলিবিদ্ধ ০১
পরবর্তী নিবন্ধগাজায় ১৫ সহায়তা কর্মী হত্যা করল সন্ত্রাসী ইসরায়েল