
১ এপ্রিল, মঙ্গলবার লেবাননের বৈরুতে লক্ষ্য করে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের বিমান হামলায় লেবাননের বৈরুতের দক্ষিণের এক উপশহরে অন্তত চারজন নিহত হয়েছেন যাদের মধ্যে একজন নারীও রয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসব তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার সকালে হামলাটি চালানো হয়েছে। এ নিয়ে তিন দিনের ব্যবধানে বৈরুতে দ্বিতীয়বারের মতো হামলা চালালো সন্ত্রাসী ইসরায়েল। হামলায় আহত হয়েছেন আরও সাতজন। এই হামলা ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে চলমান নাজুক যুদ্ধবিরতিকে আরও চাপে ফেলেছে।
গত কয়েক দিনের মধ্যে দাহিয়াহ এলাকায় এটি দ্বিতীয় হামলার ঘটনা। গত নভেম্বরের যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সেখানে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলার নিন্দা জানিয়ে তার দেশের মিত্রদের প্রতি ‘আমাদের পূর্ণ সার্বভৌমত্বের অধিকারের’ পক্ষে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেছেন, এই হামলা ‘পরিষ্কারভাবে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন’ এবং এটি গত এক বছরের বেশি সময় ধরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান উত্তেজনা নিরসনের চেষ্টাকে ব্যাহত করছে।
স্থানীয়রা জানিয়েছেন, কোনো পূর্বসতর্কতা ছাড়াই হামলাটি চালানো হয়। মঙ্গলবার সকালে শহরজুড়ে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলি হামলায় ভবনটি পুরোপুরি বিধ্বস্ত হয় বলেও জানায় তারা।
গত ২৮ মার্চ সেখানকার একটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েল। যে ভবনটি হিজবুল্লাহর ড্রোন উৎপাদন কেন্দ্র বলে দাবি করা হয়েছিল। তবে সেই দাবি প্রমাণিত হয়নি।
তথ্যসূত্র:
1. Israel kills Hezbollah official in deadly Beirut airstrike
– https://tinyurl.com/bdd3f9v5
2.Israel strikes a building in southern Beirut, killing at least 4 people
– https://tinyurl.com/26tjzyks