মার্চে পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে টিটিপির ২৬০টি অপারেশন: অন্তত ৩৮৭ শত্রু সেনা হতাহত

0
301

পাকিস্তান ভিত্তিক সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। গত মার্চ মাসে পাকিস্তান জুড়ে দলটির মুজাহিদদের পরিচালিত অভিযানের একটি ইনফোগ্রাফিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে যে, মার্চে পাকিস্তান জুড়ে সামরিক বাহিনীর বিরুদ্ধে মুজাহিদিনরা ২৬০টি অভিযান পরিচালনা করছেন। সাম্প্রতিক বছরগুলিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ মাসিক অপারেশনের সংখ্যা, এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে ২৬২টি হামলা চালিয়েছিল দলটির মুজাহিদিনরা।

উমর মিডিয়া কর্তৃক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, টিটিপির মুজাহিদিনরা ২০২৫ সালের মার্চ মাসে পাকিস্তানের ২৫টি জেলায় ২৬০টি সামরিক অপারেশন পরিচালনা করছেন। এসকল অভিযানের মধ্যে খাইবার পাখতুনখোয়া অঞ্চলের ২১টি জেলাতেই ২৩৮টি অপারেশন চালানো হয়েছে। এসময় মুজাহিদিনরা সবচেয়ে বেশি আক্রমণ চালিয়েছেন দক্ষিণ ওয়াজিরিস্তানে ৩৯টি, খাইবার এজেন্সিতে ৩২টি এবং উত্তর ওয়াজিরিস্তানে ২৬টি। এমনিভাবে লাক্কি মারওয়াতে ২৫টি, ডিআই খানে ২৪টি, ট্যাঙ্কে ১৬টি এবং বান্নুতে ১৬টি আক্রমণ উল্লেখযোগ্য। একইভাবে, দক্ষিণ পাঞ্জাবে ১১টি আক্রমণও টিটিপির ক্রমবর্ধমান আক্রমণ এবং এর পরিধি সম্প্রসারণের ইঙ্গিত দেয়। দলটির ক্রমবর্ধমান এই আক্রমণ সাম্প্রতিক সময়ে উপজাতীয় এলাকা থেকে শহরাঞ্চলে ছড়িয়ে পড়েছে।

রিপোর্ট অনুযায়ী, টিটিপির বীর মুজাহিদদের এসকল অভিযানে পাকিস্তান সামরিক বাহিনীর অন্তত ৩৮৭ সদস্য হতাহত হয়েছে, যার মধ্যে নিহতের সংখ্যা ১৭৫ এবং আহতের সংখ্যা ২১২ জন। হতাহতের এই তালিকায় সেনা সদস্য রয়েছে ১৭২ জন, এফসি সদস্য রয়েছে ১১৫ জন, পুলিশ ও সিটিডি সদস্য রয়েছে ৯৫ জন এবং গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত সদস্য রয়েছে ৫ জন। হতাহতের এই পরিসংখ্যান ছাড়াও মুজাহিদিনরা সামরিক বাহিনীর আরও ৯ সদস্যকে বন্দী করতে সক্ষম হয়েছেন।

মুজাহিদদের এসকল অভিযানে ধ্বংস হয়েছে পাকিস্তান সামরিক বাহিনীর ৬১টি নজরদারি ক্যামেরা, ১৮টি সামরিক যানবাহন, ১টি সাঁজোয়া যান, ৭টি সামরিক ফাঁড়ি, ২টি মোটরসাইকেল এবং সামরিক বাহিনীর ব্যবহৃত আরও ৬টি সরঞ্জাম। বিপরীতে মুজাহিদিনরা গনিমত পেয়েছেন ১১টি ক্লাশিনকোভ, ৫টি G3 রাইফেল, ৪টি সামরিক গাড়ি, ২টি মোটরসাইকেল এবং অন্যান্য আরও ৬টি অস্ত্র।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ১০ দিনে ৩২২ শিশুকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী
পরবর্তী নিবন্ধইয়েমেনে শত্রু বাহিনীর উপর মুজাহিদদের গাইডেড মিসাইল হামলা: হতাহত ৭ শত্রু সেনা