
অধিকৃত কাশ্মীরের কুপওয়ারা জেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য আত্মহত্যা করেছে। দখলদার বাহিনীর মধ্যে ক্রমবর্ধমান মানসিক চাপের ফলে এ ধরনের ঘটনা বারবারই ঘটছে।
গত ৩ এপ্রিল কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে জানানো হয়, জেলার ত্রেহগাম এলাকায় কর্তব্যরত অবস্থায় নিজের অস্ত্র দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করে বিএসএফ সদস্য। তাকে দ্রুত কুপওয়ারার সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
এই আত্মহত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে দখলদার বাহিনীর সদস্যদের মধ্যে চরম হতাশা ও মনোবল ভেঙে পড়ার কারণেই এমন ঘটনা ঘটছে। ভারতীয় পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।
প্রসঙ্গত, ২০০৭ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত কাশ্মীরে মোতায়েন করা ভারতীয় বাহিনীর অন্তত ৬২৩ সদস্য মানসিক চাপ ও হতাশার কারণে আত্মহত্যা করেছে।
তথ্যসূত্র:
1. Indian BSF man commits suicide in Kupwara
– https://tinyurl.com/2s4c98ct