লঘমানে এক বছরে ৩২৭টি পারিবারিক বিরোধ নিষ্পত্তি করলো ইমারতে ইসলামিয়া

0
107

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের লঘমান প্রদেশে পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে এক নজিরবিহীন অগ্রগতি অর্জন করেছে স্থানীয় প্রশাসন। গত এক বছরে প্রদেশজুড়ে মোট ৩২৭টি পুরনো পারিবারিক বিরোধ শান্তিপূর্ণভাবে মীমাংসা করা হয়েছে বলে জানিয়েছেন গভর্নরের মুখপাত্র আবদুল মালিক নিয়াজি হাফিযাহুল্লাহ।

গত ৫ এপ্রিল এক প্রতিবেদনে বখতার নিউজ এজেন্সি জানিয়েছে, এসব বিরোধ বহু দশক ধরে লঘমানের রাজধানী মেহতারলামসহ পাঁচটি জেলায় বহু পরিবারকে সংঘাত ও শত্রুতার আবহে রেখেছিল। এর ফলে ঘটেছে প্রাণহানি ও বহু মানুষ আহত হয়েছেন, সৃষ্টি হয়েছে সামাজিক বিচ্ছিন্নতা ও উত্তেজনা।

তবে ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠার পর থেকেই স্থানীয় প্রশাসন, গোত্রপ্রধান ও ওলামায়ে কেরামের যৌথ উদ্যোগে এসব সমস্যা নিরসনের চেষ্টা অব্যাহত ছিল। সেই প্রচেষ্টারই বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে এখন, যেখানে প্রতিপক্ষ পরিবারগুলো আজ বন্ধুতা ও বোঝাপড়ার বন্ধনে আবদ্ধ হচ্ছে।

আব্দুল মালিক নিয়াজি জানান, ‘ইমারতে ইসলামিয়ার নির্দেশনা অনুযায়ী স্থানীয়ভাবে গঠিত সালিশি পরিষদ, মসজিদের খতিব ও আদিবাসী প্রবীণদের সক্রিয় ভূমিকার কারণেই এ সাফল্য এসেছে।’


তথ্যসূত্র:
1. 327 Family Feuds Resolved in Laghman Through Peaceful Negotiations
– https://tinyurl.com/4n28b7wr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচিকেনস নেকে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করল ভারত
পরবর্তী নিবন্ধগাজায় বর্বর ইসরায়েলি হামলায় নিহত ৬০, আহত ১৬২