
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে অবৈধ দখলে থাকা ২,২৮০ একর রাষ্ট্রীয় মালিকানাধীন জমি পুনরুদ্ধার করেছে তালিবান সরকারের স্থানীয় কর্তৃপক্ষ। প্রদেশটির কৃষি, সেচ ও প্রাণিসম্পদ অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
অধিদপ্তরের এক প্রবীণ কর্মকর্তা বাখতার নিউজ এজেন্সিকে জানান, জমি পুনরুদ্ধারের লক্ষ্যে প্রদেশটির বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করেছেন একটি সরকারি প্রতিনিধি দল, অভিযানে নিরাপত্তা বাহিনীর সদস্যগণ সহযোগিতা প্রদান করেছেন।
তিনি আরও জানান, দখলকৃত জমিগুলোতে অবৈধভাবে নির্মিত স্থাপনাসমূহ ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি জমি দখলে জড়িত কয়েকজন ব্যাক্তিকে বিচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য যে, ইমারতে ইসলামিয়া সরকারের জারিকৃত ডিক্রি অনুযায়ী, রাষ্ট্রীয় জমি ও জনগণের সম্পত্তি অননুমোদিতভাবে দখল করা কঠোরভাবে নিষিদ্ধ। কেউ এই নিয়ম লঙ্ঘন করলে তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তথ্যসূত্র:
1. Helmand Reclaims Over 2,000 Acres of State Land from Usurpers
– https://tinyurl.com/3hpsmk7e