মোগাদিশু আন্তর্জাতিক বিমানবন্দর, হালানে কম্পাউন্ড এবং রাষ্ট্রপতি প্রাসাদে শাবাবের অভিযান

0
209

বৈশ্বিক ইসলামি প্রতিরোধ আন্দোলন আল-কায়েদা কর্তৃক সমর্থিত পূর্ব আফ্রিকাভিত্তিক সামরিক শাখা হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন। দলটির মুজাহিদিনরা দক্ষিণ সোমালিয়ার সিংহভাগ এলাকার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে পশ্চিমা সমর্থিত মোগাদিশু সরকারের অস্তিত্বকে সংকটে ফেলে দিয়েছেন। কেননা মুজাহিদিনরা রাজধানীকে ঘিরে সক্রিয় অবস্থানের পাশাপাশি আক্রমণ জোরদার করেছেন।

সূত্রমতে, পশ্চিমা সমর্থিত মোগাদিশু সরকার প্রধান হাসান শেখ মাহমুদ যখন চলমান যুদ্ধের নেতৃত্বদানকারী কর্মকর্তা ও নেতাদের নিয়ে রাষ্ট্রপতি প্রাসাদে ভোজন করছে, তখন আশ-শাবাব এসকল গুরুত্বপূর্ণ কম্পাউন্ডগুলো লক্ষ্য করে মর্টার হামলার পাশাপাশি ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছেন।

শাহাদাহ এজেন্সির তথ্যমতে, গত ৫ এপ্রিল বিকালে, যখন হাসান শেখ তার কর্মকর্তা ও যুদ্ধের নেতৃত্বদানকারী কমান্ডারদের নিয়ে রাষ্ট্রপতি প্রাসাদে ভোজন করছিল, তখন আশ-শাবাব মুজাহিদিনরা রাষ্ট্রপতি প্রাসাদে লক্ষ্য করে একেরপর এক মর্টার শেল নিক্ষেপ করতে থাকেন। ফলশ্রুতিতে রাষ্ট্রপতি প্রাসাদে উপস্থিত শত্রুদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। সেই সাথে মুজাহিদিনদের মর্টার শেলের আঘাতে প্রাসাদের একাধিক স্থাপনা ধ্বংস হয়ে যায়।

এই হামলার মাত্র ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে রবিবার সকালে, হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা ফের রাজধানী মোগাদিশুতে অবস্থিত শত্রু কম্পাউন্ডগুলো লক্ষ্য করে হামলা চালান। এদিন রাজধানীতে মুজাহিদদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয় মোগাদিশুর আদেন আদ্দে আন্তর্জাতিক বিমানবন্দর, হালানে কম্পাউন্ড (শত্রুর প্রধান হেডকোয়ার্টার), জাতিসংঘের অফিস এবং বেশ কয়েকটি বিদেশি দূতাবাস। এই অভিযানটি রাজধানীর হালানে কম্পাউন্ড থেকে মাত্র ৮ কিলিমিটার দূরে অবস্থিত ডেনিল জেলার উপকন্ঠ থেকে চালানো হয়েছে। মুজাহিদিনরা লক্ষ্যবস্তু স্থানগুলো টার্গেট করে এদিন এক ডজনেরও বেশি মর্টার শেল নিক্ষেপের পাশাপাশি কয়েকটি ক্ষেপণাস্ত্রও উৎক্ষেপণ করেছেন।

রাজধানীর উপকন্ঠ থেকে শাবাবের এধরণের ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্লেষকরা। তাদের মতে, ভিলা সোমালিয়া, হালানে কম্পাউন্ড, বিভিন্ন দেশের দূতাবাস এবং মোগাদিশু বন্দরের মতো উচ্চ-নিরাপত্তা অঞ্চলগুলিতে বারবার শাবাবের এধরণের হামলা রাজধানীতে মোগাদিশু সরকারের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করছে।


তথ্যসূত্র:
١. حركة الشباب المجاهدين تضرب بقوة داخل القصر الرئاسي في العاصمة مقديشو وبحضور الرئيس الصومالي وحاشيته
– https://tinyurl.com/ybktw5cw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের হেলমান্দ প্রদেশে অবৈধ দখলে থাকা ২,২৮০ একর জমি পুনরুদ্ধার
পরবর্তী নিবন্ধমোগাদিশুতে জাতিসংঘ ও পশ্চিমাদের একাধিক সদরদপ্তর গুড়িয়ে দিয়েছে আশ-শাবাব: হতাহত বহু ক্রুসেডার