আফগানিস্তানের কাবুলে একটি নতুন যাত্রী পরিবহন টার্মিনাল নির্মাণ প্রকল্পের উদ্বোধন

0
86

আফগানিস্তানের কাবুল প্রদেশের চরখি পুল এলাকায় নতুন একটি যাত্রী পরিবহন টার্মিনাল নির্মাণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে ইমারতে ইসলামিয়ার সড়ক ও বিমান পরিবহন মন্ত্রণালয়। এ প্রকল্পে ১৬২ মিলিয়ন আফগানির অধিক ব্যয় নির্ধারণ হয়েছে। এটি ১৮ মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

৭.৩ একর জমির উপর উক্ত টার্মিনাল স্থাপনা নির্মিত হবে। দ্বিতল বিশিষ্ট টার্মিনালে একটি মসজিদ, একটি পার্কিং লট, একটি রেস্তোরাঁ ও অন্যান্য সুযোগ-সুবিধা থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইমারতে ইসলামিয়া সরকারের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অর্থ ও প্রশাসনিক বিষয়ক উপমন্ত্রী হাফিজ সিদ্দিকুল্লাহ আবেদ হাফিযাহুল্লাহ মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহের বিষয়ে আলোচনা করেছেন।

তিনি জানান, সারাদেশে এ ধরনের টার্মিনাল নির্মাণ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রায় ২২ হাজার একর জমি বরাদ্দ প্রদান করা হয়েছে। আফগানিস্তানের পরিবহন খাতে বিনিয়োগের জন্য তিনি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানান।

জনকল্যাণের তুলনায় ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দিয়েছে পূর্ববর্তী পুতুল প্রশাসন। এর বিপরীতে দীর্ঘ সংঘাতের অবসানের পর ইমারতে ইসলামিয়ার শাসনামলে দেশব্যাপী উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।

অনুষ্ঠানে আন্তর্জাতিক মানের টার্মিনাল নির্মাণের ব্যাপারে আশ্বস্ত করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান। দেশব্যাপী এ টার্মিনালগুলো নির্মাণের ফলে পরিবহন সুবিধা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে, পরিবহন খরচ হ্রাস পাবে এবং অসংখ্য নাগরিকের কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. New Passenger Terminal Construction Begins in Kabul
– https://tinyurl.com/mr2zsydk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী মন্ত্রী হাছান মাহমুদ ও তার স্ত্রীর ৬৫ ব্যাংক একাউন্টে ৭২২ কোটি টাকার লেনদেন
পরবর্তী নিবন্ধগাজা থেকে মুসলিম বিশ্বকে এক সাংবাদিকের ঈদের চিঠি