
সম্প্রতি আফগান শরণার্থীদের বেআইনিভাবে গ্রেপ্তার ও জোরপূর্বক নির্বাসন প্রক্রিয়াকে আরও জোরালো করেছে পাকিস্তান প্রশাসন। এমনকি তারা আন্তর্জাতিক আইন ও বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী সম্পর্ক বজায় রাখার প্রতি কোনও গুরুত্ব দিচ্ছে না।
পাকিস্তানের জোরপূর্বক নির্বাসনে গত ৫ এপ্রিল ৩১৬টি আফগান পরিবার স্বদেশে ফিরে এসেছেন। পরিবারগুলোর মোট সদস্য সংখ্যা ১,৫৮৯ জন। ইমারতে ইসলামিয়ার শরণার্থী ও প্রত্যাবসন বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি এ তথ্য প্রদান করেছে।
অপরদিকে গত ৫ এপ্রিল আফগানিস্তানের নানগারহার প্রদেশের শরণার্থী বিষয়ক পরিচালক বাজ মুহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শরণার্থীদের সমস্যা মোকাবেলায় করণীয় বিষয়াদি নিয়ে আলোচনা উপস্থাপিত হয়।
সভায় আব্দুর রহমান হাফিযাহুল্লাহ বলেন, আফগান শরাণার্থীদের জোরপূর্বক বহিষ্কার করে যাচ্ছে পাকিস্তান। তবে প্রত্যাবর্তিত শরণার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে ইমারতে ইসলামিয়া সরকার প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।
তথ্যসূত্র:
1. Emergency Meeting Held to Addresses Challenges Faced by Returning Refugees
– https://tinyurl.com/3cb7baj4
2. Over 1,500 Refugees Repatriated from Pakistan Yesterday
– https://tinyurl.com/y3479k5u