আফগানিস্তানে বাড়ছে বাণিজ্য পথ, বাড়ছে রেলপথে মালামাল পরিবহন

0
147

আফগানিস্তানের বিভিন্ন রেলপথে বিগত ২ সপ্তাহের ব্যবধানে সর্বমোট ১ লক্ষ ২৮ হাজার মেট্রিক টনের অধিক বাণিজ্যিক পণ্য পরিবহন হয়েছে। গত ৬ এপ্রিল ইমারতে ইসলামিয়ার গণপূর্ত মন্ত্রণালয় এ তথ্য প্রদান করেছেন। উক্ত পরিসংখ্যান দেশটির বাণিজ্যিক কর্মকাণ্ড প্রতিনিয়ত বৃদ্ধির প্রমাণ পেশ করছে বলে বিবেচনা করা হচ্ছে।

২ সপ্তাহ ব্যবধানে দেশটির গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং হয়ে নিম্নবর্ণিত মালামাল পরিবহণ হয়েছে:

• হাইরাতান বন্দর: এটি উত্তর বালখ প্রদেশে অবস্থিত। উক্ত বন্দর দিয়ে বিগত ২ সপ্তাহে ৯৬ হাজার ৪০৩ টন পণ্য পরিবহন হয়েছে। প্রাথমিকভাবে এর মাধ্যমে উজবেকিস্তান থেকে জ্বালানী, নির্মাণ সামগ্রী এবং খাদ্যপণ্য আমদানি করা হয়েছে।

• আকিনা বন্দর: এটি আফগানিস্তানের ফারিয়াব প্রদেশে অবস্থিত। বন্দরটির মাধ্যমে ১০ হাজার ৯১০ টন পণ্য পরিবহন হয়েছে। এ পথে অধিকাংশ তুর্কমেনিস্তান হতে জ্বালানী ও ভোগ্যপণ্য আমদানি হয়েছে।

• তুরগন্দি বন্দর: এটি হেরাত প্রদেশে অবস্থিত। বন্দরটি দিয়ে ১০ হাজার ৯১০ টন পণ্য পরিবহন হয়েছে। উক্ত পথে তুর্কমেনিস্তান থেকে টেক্সটাইল ও যন্ত্রপাতিসহ বিভিন্ন প্রকার ট্রানজিট সামগ্রী আনা হয়েছে।

• খাফ-হেরাত বন্দর: উক্ত বন্দর আফগানিস্তানের পশ্চিমে অবস্থিত। এতে পণ্য পরিবহন হয়েছে ৩ হাজার ৫৯০ টন। উক্ত পথে ইরানের পেট্রোলিয়াম ও কৃষিজ পণ্য আমদানি করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যে আরও উল্লেখ করা হয় যে, বিগত ২ সপ্তাহে ৪ হাজার ৫৭০ টন পণ্য আফগানিস্তান হতে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল শুকনো ফল, আনার জুস, সাইট্রাস ফল ও আলু।

রেলপথে পণ্য পরিবহন হার বৃদ্ধির সাথে সাথে জাতীয় রাজস্ব বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, উন্নয়ন এবং স্বনির্ভরতার পথ সুগম করবে।

অর্থনৈতিক স্বনির্ভরতার অর্জনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে রেলপথে মালামাল পরিবহন বাড়িয়ে তুলেছে ইমারতে ইসলামিয়ার কর্মকর্তাগণ। বিশেষত দেশটি আঞ্চলিক চ্যালেঞ্জের মধ্যে বিকল্প বাণিজ্য পথের সন্ধান করছে।

এছাড়া আন্তঃসীমান্ত বাণিজ্যে বেসরকারী বিনিয়োগ আকৃষ্ট করতে শুল্ক সংশ্লিষ্ট বিষয়াদি সহজতর করা ও রেল যোগাযোগ ব্যবস্থাপনার আরও উন্নত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়য়।


তথ্যসূত্র:
1. Country’s Rail Freight Surges as Trade Routes Expand
– https://tinyurl.com/47wesaz3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের পাকতিয়া প্রদেশে ৪ বছরের বন্দিদশা থেকে মুক্তি পেল এক নারী
পরবর্তী নিবন্ধদখলদার ইসরায়েলের সঙ্গে চুক্তি, প্রতিবাদ করায় ২ কর্মীকে বরখাস্ত করলো মাইক্রোসফট