
ইমারতে ইসলামিয়া সরকারের প্রচেষ্টায় আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে বন্দিদশা থেকে মুক্তি পেয়েছে একজন অসহায় নারী। ৪ বছর ধরে এই নারীকে অন্যায়ভাবে তার স্বামী বন্দি করে রেখেছিল। ইমারতে ইসলামিয়ার সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিষয়ক মন্ত্রণালয়ের সাথে জড়িত মধ্যস্থতাকারীগণ এ সফলতা অর্জনে ভূমিকা পালন করেছেন।
মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফুল ইসলাম খাইবার হাফিযাহুল্লাহ জানান, ভুক্তভোগী নারীকে প্রদেশটির জাজাই আরিউব জেলায় উদ্ধার করা হয়েছিল।
তার স্বামীকে শরিয়াহ মোতাবেক বিচারের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত মধ্যস্থতাকারীগণ নিশ্চিত করেছেন যে, নারী অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে তারা সর্বদা তৎপর রয়েছেন।
তালিবান শাসনামলে নারীদের শরিয়াহ বিধিবদ্ধ অধিকার প্রতিষ্ঠায় মনোনিবেশ করেছে ইমারতে ইসলামিয়ার সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিষয়ক মন্ত্রণালয়। অথচ নারী অধিকারের বুলি আওড়ালেও পূর্ববর্তী পুতুল প্রশাসনের আমলে নারীদের প্রকৃত অধিকার সর্বদাই উপেক্ষা করা হয়েছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/2xw3hvcm