
সোমালিয়ার মধ্যাঞ্চলে হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন ও মোগাদিশু বাহিনীর মধ্যে তীব্র লড়াই অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতায় সোমবার দেশটির মধ্যঞ্চলীয় হিরান রাজ্যের ৩টি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন আশ-শাবাব মুজাহিদিনরা।
সূত্রমতে, গত ৭ এপ্রিল সোমবার ভোর রাত থেকে হারাকাতুশ শাবাব প্রশাসন হিরান রাজ্যের বিরো ইয়াবাল এলাকায় অতিরিক্ত মুজাহিদদের নিয়োজিত করেছেন। এসময় মুজাহিদিনরা দু’দিক থেকে শহরের দিকে অগ্রসর হতে শুরু করেন। মুজাহিদিনরা যখন বিরো ইয়াবাল শহরে সামরিক শক্তিবৃদ্ধি করেন, তখন এই সংবাদ আশপাশের এলাকাগুলোতে অবস্থানরত শত্রু শিবিরে আতংক তৈরি করে। ফলে এদিন সকাল নাগাদ মোগাদিশু বাহিনী এই অঞ্চলের গুরুত্বপূর্ণ আবুরী, ইয়াসমান এবং আলী আহমেদ এলাকায় কোনো প্রতিরোধ গড়ে তোলার পরিবর্তে জীবন বাঁচাতে বুলুবার্দি শহরের দিকে পালিয়ে যায়। মোগাদিশু বাহিনীর এই পলায়নের ফলে কোনো যুদ্ধ ছাড়াই মুজাহিদিনরা উপরোক্ত ৩টি এলাকার নিয়ন্ত্রণ নেন এবং সেখানে তাওহীদের কালিমা খচিত বিজয়ের পতাকা উড্ডীন করেন।
এদিকে মোগাদিশু বাহিনী ৮ এপ্রিল মঙ্গলবার, হিরান রাজ্যে হারাকাতুশ শাবাব মুজাহিদিনদের বিজিত এই এলাকাগুলো পুনর্দখলের লক্ষ্যে নতুন করে আগ্রাসন চালাতে শুরু করে। কিন্তু মুজাহিদিনরা শত্রুর প্রতিটি আক্রমণ বীরত্বের সাথে প্রতিহত করেন। এদিন মোগাদিশু বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান সহায়তায় আবুরী শহরে পুনর্দখলে ৩ বার আগ্রাসন চালায়। কিন্তু প্রতিবারই লজ্জাজনক পরাজয় নিয়ে পিছু হটতে বাধ্য হয় মোগাদিশু বাহিনী। তবে এই পলায়নের আগে মুজাহিদিনরা মোগাদিশু বাহিনীর অন্তত ১৪ সৈন্যকে হত্যা এবং ২০ এরও বেশি সৈন্যকে আহত করতে সক্ষম হন।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/4vxmu78e