
আফগানিস্তানের বাঘলান প্রদেশে বিগত এক বছরের ৮২টি জনকল্যাণমূলক নির্মাণ প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছে ইমারতে ইসলামিয়ার গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন বিভাগ।
উক্ত বিভাগের মিডিয়া অফিসার নূরজান কাকার জানান, বাস্তবায়িত উদ্যোগসমূহের মধ্যে গ্রামীণ সড়ক, পানি সরবরাহ ব্যবস্থা এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। এতে সর্বমোট প্রায় ১২০ মিলিয়ন আফগানি বিনিয়োগ করা হয়েছে।
ইমারতে ইসলামিয়ার অর্থ বিষয়ক মন্ত্রণালয় ও বিভিন্ন অংশীদার সংস্থার অর্থায়নে প্রকল্পগুলো বাস্তবায়ন সম্ভব হয়েছে। এতে সমন্বয় করেছে ইমারতে ইসলামিয়ার গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন বিভাগ। এগুলো বাঘলান প্রদেশে একাধিক অঞ্চলে বাস্তবায়ন করা হয়েছে, ফলে স্থানীয় অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।
বাঘলান প্রদেশের স্থানীয় জনগণ এ সকল উদ্যোগে তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন, স্থানীয় সম্প্রদায়ের জনজীবনে প্রকল্পসমূহের ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের অবকাঠামো ও জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে বিনিয়োগ অব্যাহত রাখতে তারা সরকার ও সহযোগী সংস্থাসমূহের প্রতি আহ্বান জানিয়েছেন।
তথ্যসূত্র:
1. Baghlan Province Implements 82 Public Benefit Projects
– https://tinyurl.com/5n7npvkx