
বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে আবারো এক বাংলাদেশি নাগরিকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জারুলিয়া ছড়ি এলাকার ৪৬-৪৭ নম্বর সীমান্ত পিলারে শূন্যরেখায় মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
মাইন বিস্ফোরণে আহত যুবক কম্বনিয়া এলাকার ছাবের আহমদের ছেলে মো. তৈয়ব (৩৫)।
স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছে, বাংলাদেশ থেকে পণ্য পাচারের জন্য মিয়ানমার সীমান্তের ওপারে যায় তৈয়বসহ কয়েকজন। ওপার থেকে গরুসহ বিভিন্ন পণ্য নিয়ে এপারে ফিরে আসার সময় শূন্যরেখার মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরিত হয়। এ সময় তৈয়বের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তথ্যসূত্র:
১.ফের সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন
-https://tinyurl.com/2ehmcpzh