
কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিনের কাছাকাছি সাগর থেকে দুটি মাছ ধরার ট্রলারসহ ১১ জেলে অপহৃত হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ট্রলার মালিক সমিতির অভিযোগ, এ অপহরণের সঙ্গে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) জড়িত।
মঙ্গলবার (০৮ মার্চ) বাংলাদেশের পানিসীমা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ধরে নিয়ে যায়। এছাড়া আরও দুটি মাছধরার নৌকা নিখোঁজের খবর পাওয়া গেছে। এসব তথ্য নিশ্চিত করেছে টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম।
তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, সেন্টমার্টিনের কাছাকাছি বাংলাদেশ পানিসীমায় প্রবেশ করে মাছ শিকাররত জেলেদের মিয়ানমারের আরাকান আর্মি অস্ত্রের মুখে জিম্মি করে। পরে আমার ঘাটের দুটি মাছধরার ট্রলারসহ ১১ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে।
কালাম আরও জানায়, আরও দুটি নৌকাসহ মাঝিমাল্লাকে নিয়ে গেছে বলে শুনেছি, তবে সেটি নিশ্চিত হতে পারিনি। বারবার এই ধরনের ঘটনায় মাছ ব্যবসায়ীসহ জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এর সমাধানে সরকারের সহযোগিতা কামনা করছি।
তথ্যসূত্র:
১.ফের ট্রলারসহ ১১ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
-https://tinyurl.com/4zxab5d9