
নাটোরের লালপুরে গ্রেফতারের পর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে থানা থেকে ছিনিয়ে নিয়েছে নেতাকর্মীরা। মঙ্গলবার (০৮ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে লালপুর থানায় এ ঘটনা ঘটে।
ছাত্রদল নেতা রুবেল উদ্দিন লালপুর উপজেলার গৌরিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানিয়েছে, গত ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলায় বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের মামলায় মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে ছাত্রদল নেতা রুবেল উদ্দিনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।
পরে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী থানায় উপস্থিত হয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয়। পুলিশ তাকে ছেড়ে দিতে অসম্মতি জানালে একপর্যায়ে হট্টগোল করে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী থানা থেকে জোর করে ছাত্রদল নেতা রুবেল উদ্দিনকে ছিনিয়ে নিয়ে চলে যায়।
তথ্যসূত্র:
১.থানায় আটক ছাত্রদল নেতাকে জোর করে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা
-https://tinyurl.com/53hpz3yy