গুলিবর্ষণের মামলায় গ্ৰেফতার ছাত্রদল নেতাকে থানা থেকে ছিনিয়ে নিয়ে গেল নেতাকর্মীরা

0
62

নাটোরের লালপুরে গ্রেফতারের পর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে থানা থেকে ছিনিয়ে নিয়েছে নেতাকর্মীরা।  মঙ্গলবার (০৮ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে লালপুর থানায় এ ঘটনা ঘটে।

ছাত্রদল নেতা রুবেল উদ্দিন লালপুর উপজেলার গৌরিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানিয়েছে, গত ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলায় বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের মামলায় মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে ছাত্রদল নেতা রুবেল উদ্দিনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।

পরে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী থানায় উপস্থিত হয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয়। পুলিশ তাকে ছেড়ে দিতে অসম্মতি জানালে একপর্যায়ে হট্টগোল করে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী থানা থেকে জোর করে ছাত্রদল নেতা রুবেল উদ্দিনকে ছিনিয়ে নিয়ে চলে যায়।


তথ্যসূত্র:
১.থানায় আটক ছাত্রদল নেতাকে জোর করে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা
-https://tinyurl.com/53hpz3yy

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসীমান্তে ধানি জমি দেখতে যাওয়ার সময় বাংলাদেশি যুবককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করলো বিএসএফ
পরবর্তী নিবন্ধসোমালিয়া || আবুরী যুদ্ধে শাবাবের বীরত্বপূর্ণ অভিযানে অন্তত ১৪০ শত্রু সেনা হতাহত