
গাজা উপত্যকার শরণার্থী শিবিরগুলোতে দখলদার ইসরায়েলি বাহিনীর লাগাতার বোমাবর্ষণের ফলে পুরো অঞ্চলটি যেন এক নির্মম ‘কিলিং ফিল্ড’-এ পরিণত হয়েছে—এমনই মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ৮ এপ্রিল, মঙ্গলবার ইসরায়েলি হামলায় অন্তত ২৬ জন ফিলিস্তিনি নিহত হওয়ার পর এই উদ্বেগজনক মন্তব্য করা হয়। মন্তব্যে বলা হয়, গাজার বেসামরিক মানুষজন এক অন্তহীন মৃত্যু-চক্রে আটকা পড়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলা এবং চরমভাবে আরোপিত অবরোধের ফলে পুরো ২৩ লাখ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা সৃষ্টি করছে দখলদার ইসরায়েল। বিশেষ করে গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করে দিয়ে খাদ্য, ওষুধ ও জ্বালানির মতো ন্যূনতম প্রয়োজনীয় জিনিসপত্র ঢুকতে দিচ্ছে না তারা। এতে শিশু, বৃদ্ধ ও আহত মানুষগুলো মারাত্মক সংকটে পড়েছে।
জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও টার্গেট করা হচ্ছে। পূর্ব জেরুজালেমে অবস্থিত ইউএনআরডব্লিউএ (UNRWA)-এর সঙ্গে সংযুক্ত ছয়টি স্কুল বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ ও প্রশাসন। এতে শিক্ষাব্যবস্থাও ভেঙে পড়ার মুখে পড়েছে।
বিশ্বের বহু নেতা-নেত্রী এবং মানবাধিকার সংগঠন ইতোমধ্যেই এই পরিস্থিতিকে মানবিক বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছেন। তবে এখনো সংঘর্ষ থামার কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না। গাজায় অবরুদ্ধ মানুষদের বাঁচাতে অবিলম্বে সহায়তা পৌঁছানো জরুরি।
তথ্যসূত্র:
1.Video: UN chief says Israel has turned Gaza into “a killing field”
– https://tinyurl.com/3pk89a75
2. Gaza is a ‘killing field’, says UN chief, as agencies urge world to act on Israel’s blockade
– https://tinyurl.com/4ur4m428