সব মাদরাসায় পালন করতে হবে চৈত্র সংক্রান্তি-পহেলা বৈশাখ

0
395

দেশের সব মাদরাসায় বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ উদযাপনের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। ৯ এপ্রিল, বুধবার এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, সব মাদরাসায় নিজস্ব ব্যবস্থাপনা উৎসবমুখর পরিবেশে ও সাড়ম্বরে দুই দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করতে হবে।

অফিস আদেশে বলা হয়, জাতীয় চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদরাসাসমূহে নিজস্ব ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী অনুষ্ঠান উদযাপনের জন্য নির্দেশ দেয়া হলো।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার উপ-পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার বলেছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে একটি নির্দেশনা জারি করে সব মাদরাসায় দুই দিনব্যাপী নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠানের মাধ্যমে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপন করতে বলা হয়েছে। সে আলোকে তিনটি সরকারি ও অন্যান্য বেসরকারি মাদরাসার অধ্যক্ষ, সুপার ও ইবতেদায়ি প্রধানদের চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে।

গত ২৩ মার্চ সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপনের সিদ্ধান্ত হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন দেশের প্রধান ইসলামি দলগুলো সহ সর্বস্তরের নাগরিক সমাজ। সরকারের ওই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।


তথ্যসূত্র:
1.
সব মাদরাসায় চৈত্র সংক্রান্তি-পহেলা বৈশাখ উদযাপনের নির্দেশ
– https://tinyurl.com/226z9cwu
2. দেশের সব মাদ্রাসায় চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ পালনের নির্দেশ
– https://tinyurl.com/bdf246jj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপানির সহজলভ্যতা বাড়াতে আফগানিস্তানে ৬৪টি বিকল্প চেকবাঁধ প্রকল্প বাস্তবায়ন
পরবর্তী নিবন্ধসোমালিয়া || মধ্য শাবেলিতে মুজাহিদদের অভিযানে অন্তত ৫০ শত্রু সেনা হতাহত