
সোমালিয়ার মধ্য শাবেলিতে মোগাদিশু প্রশাসনের সৈন্যদের বিরুদ্ধে হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিনের তীব্র আক্রমণ অব্যাহত রয়েছে। এই অঞ্চলে বুধবার মুজাহিদদের অভিযানে অন্তত ৫০ সৈন্য হতাহত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রমতে, গত বুধবার ০৯ এপ্রিল ২০২৫ তারিখ, সোমালিয়ার মধ্য শাবেলি অঞ্চলের আধলি জেলার উপকন্ঠে গিল-গাব এলাকায় হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন ও মোগাদিশু বাহিনীর মধ্যে বেশ কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়েছে। প্রতিটি যুদ্ধেই হারাকাতুশ শাবাব যোদ্ধাদের তীব্র আক্রমণে লাঞ্চনাকর পরাজয় ও হতাহতের শিকার হয়েছে মোগাদিশু বাহিনী।
শাহাদাহ এজেন্সির তথ্যমতে, এই যুদ্ধে মোগাদিশু বাহিনীর কমপক্ষে ২৫ সৈন্য নিহত এবং আরও ২৬ এরও বেশি সৈন্য আহত হয়েছে। যুদ্ধে মোগাদিশু বাহিনীর নিহত সদস্যদের বেশিরভাগ দেহাবশেষ যুদ্ধক্ষেত্রে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। এসময় শাবাবের হাত থেকে বেঁচে যাওয়া মোগাদিশু প্রশাসনের অবশিষ্টাংশ সৈন্যরা হাজি আলী এলাকার দিকে পালিয়ে যায়।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/ynuc9h25