গাজায় বর্বর ইসরায়েলি হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত

0
32

১০ এপ্রিল, বৃহস্পতিবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বর ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। দখলদার ইসরায়েলের বোমাবর্ষণের কারণে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে যেতে পারছেন না উদ্ধারকর্মীরা। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুরস্কভিত্তিক বার্তা সংস্থাটি জানিয়েছে, গাজা উপত্যকায় রাতভর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। হামলায় কমপক্ষে ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪৬ জন। তাদের আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ৮৮৬ জনে পৌঁছেছে। চলমান আগ্রাসনে আহত হয়েছেন আরও ১ লাখ ১৫ হাজার ৮৭৫ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৫২২ ফিলিস্তিনি নিহত এবং আরও ৩ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।


তথ্যসূত্র:
1. Gaza death toll nears 50,900 as Israel continues deadly onslaught
– https://tinyurl.com/54aj69xx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইন্দোনেশিয়ায় ইমারতে ইসলামিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মৌলভী সাদুল্লাহ বালুচ
পরবর্তী নিবন্ধফটো রিপোর্ট || যুদ্ধের ধোঁয়া সরিয়ে আফগানে প্রকৃতি তার প্রকৃত রূপে ফিরছে