
আফগানিস্তানের বাদগিস প্রদেশে ২ জন হত্যাকারীর উপর কিসাসের রায় কার্যকর করেছে ইমারতে ইসলামিয়ার সর্বোচ্চ আদালত। ১১ই এপ্রিল একটি সরকারি বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উক্ত হত্যার সাথে জড়িত অপরাধী দুই জনের নাম হল সুলেমান ও হায়দার। তারা গোলাম নবী ও মুহাম্মদ শাহ নামের ২ জন ব্যক্তিকে কালাশনিকভ অস্ত্র ব্যবহার করে নির্বিচারে খুন করেছে।
মামলাটির বিচার প্রক্রিয়ায় কয়েকটি ধাপে সুষ্ঠু তদন্ত সম্পন্ন করা হয়েছে। অতঃপর ইমারতে ইসলামিয়ার নেতৃত্ব পরিষদ খুনিদের উপর কিসাসের নির্দেশ জারি করেছেন।
ইসলামি শরিয়াহ’র আলোকে কিসাস হল নির্বিচার হত্যা বন্ধ করতে একটি প্রতিরোধ ও প্রতিশোধমূলক ব্যবস্থা। ইমারতে ইসলামিয়া সরকারের শাসনামলে আফগান জনগণ ইতোমধ্যেই এ বিধানের সুফল ভোগ করতে শুরু করেছেন। একই সাথে দেশের সকল ক্ষেত্রে ইসলামি শরিয়াহ’র নীতিসমূহ সমুন্নত করতে তালিবান সরকার প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।
তথ্যসূত্র:
1. Divine Retribution Implemented on Two Individuals in Badghis
– https://tinyurl.com/4md6zsf6