
বিগত ১০ এপ্রিল আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে সরকারের কর্মকর্তাদের সাথে একটি সভায় অংশগ্রহণ করেছেন ইমারতে ইসলামিয়ার সর্বোচ্চ আমির শাইখুল হাদিস মৌলভী হিবাতুল্লাহ আখুন্দযাদা হাফিযাহুল্লাহ। সভায় উপস্থিত ছিলেন প্রদেশের গভর্নর মোল্লা মেহেরুল্লাহ হাম্মাদ হাফিযাহুল্লাহ, উলামা কাউন্সিলের চেয়ারম্যান, পুলিশ প্রধান, গোয়েন্দা পরিচালক এবং ইমারতে ইসলামিয়ার অন্যান্য প্রতিষ্ঠানের প্রাদেশিক প্রতিনিধিগণ।
অনুষ্ঠানে বক্তব্যে শরিয়াহ আইন বাস্তবায়নের অঙ্গীকার পূরণে কর্মকর্তাদের ধৈর্য ধারণ ও ত্যাগ স্বীকার করতে জোরালোভাবে নির্দেশ দেন আমীরুল মু’মিনীন। আফগানিস্তানে ইসলাম ও মুসলিমদের ভ্রাতৃত্ব উন্নয়নে অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় তিনি মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, এই পরিবেশ সমুন্নত রাখতে সকলকে নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। বিশেষত কর্মকর্তাদের তাদের কর্তব্য পালনে অবহেলা করা যাবে না।
সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধের আমলকে আরও ব্যাপক করতে তিনি নির্দেশ দেন। তিনি জানান, দেশের অর্থনীতি, রাজনীতি ও সামরিক ক্ষেত্রে আবশ্যিকভাবে শরিয়া নীতি বাস্তবায়ন করতে হবে।
তিনি কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। এছাড়া ঊর্ধ্বতনদের প্রতি আনুগত্য, মন্ত্রীদের সাথে নিরবচ্ছিন্ন সমন্বয় এবং মন্ত্রীদের নির্দেশাবলী মেনে চলার গুরুত্ব তুলে ধরেন।
জনগণের নিকট সেবা পৌঁছানো কর্মকর্তাদের নিকট বাধ্যতামূলক বলে তিনি উল্লেখ করেন। ইতোপূর্বে আফগান জিহাদেও মুজাহিদিনদের সমর্থন যুগিয়েছিলেন এ জনগণ।
বিভিন্ন সম্প্রদায়গত সমস্যা সমাধান, প্রদেশগুলোর মধ্যকার শত্রুতা ও বিভেদ দূরীকরণে প্রচেষ্টা বাড়াতে তিনি কর্মকর্তাদের আহ্বান জানান, একটি নিরাপদ পরিবেশ গড়ে তোলা ও বাসিন্দাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় প্রচেষ্টা আরও দ্বিগুণ করতে বলেন।
পরিশেষে ইমারতে ইসলামিয়া সরকার ও জনগণের কল্যাণ কামনার মাধ্যমে সমাবেশটি সমাপ্ত হয়।
তথ্যসূত্র:
1. Esteemed Amir-ul-Momineen Meets Officials of Paktia Province
– https://tinyurl.com/2wby6s94