ঢাকায় ‘মার্চ ফর গাজা’

0
91

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে রাজধানী ঢাকায় ১২ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি।

আজ শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হবে গণজমায়াতের আনুষ্ঠানিকতা, যা চলবে মাগরিবের নামাজের পূর্ব পর্যন্ত। কর্মসূচিটির আয়োজন করেছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’।

সমাবেশে সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক হাফিযাহুল্লাহ। এতে দল, মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ এক কাতারে এসে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করবেন। এটি ঢাকার রাস্তায় ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় জনসমাবেশ হতে যাচ্ছে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজক ও সংশ্লিষ্টরা।

সমাবেশে অংশগ্রহণকারীদের জন্য পাঁচটি পয়েন্ট থেকে পদযাত্রার ব্যবস্থা করা হয়েছে। আজ দুপুর ২টায় বাংলামোটর, কাকরাইল মোড়, জিরো পয়েন্ট, বকশীবাজার ও নীলক্ষেত মোড় থেকে যাত্রা শুরু হবে।

আয়োজকদের দেওয়া নির্দেশনা অনুযায়ী, বাংলামোটর থেকে আগতরা রমনা গেট (শাহবাগ হয়ে), কাকরাইল মোড় থেকে আগতরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবেন। জিরো পয়েন্ট ও বকশীবাজার থেকে আগতরা টিএসসি গেট (দোয়েল চত্বর হয়ে), এবং নীলক্ষেত মোড় থেকে আগতরা টিএসসি গেট (ভিসি চত্বর হয়ে) উদ্যানে প্রবেশ করবেন।

এদিকে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সব রাজনৈতিক-অরাজনৈতিক সর্বস্তরের মানুষ এক কাতারে এসে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করবেন। সমাবেশকে ঘিরে আয়োজক সংগঠনের ফেসবুক পেজে আলেম, সেলিব্রেটি ও বিশিষ্টজনদের সমর্থনমূলক ভিডিও বার্তা প্রকাশ করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. আজ ঢাকায় ‘মার্চ ফর গাজ্জা’
– https://tinyurl.com/2b4xr2yw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ ‘মার্চ ফর গাজা’
পরবর্তী নিবন্ধসীমান্তের ৫০০ গজ দূর থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ