
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তের ৫০০ গজ দূর থেকে এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
বৃহস্পতিবার (১০ মার্চ) ভোরে উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের নাগরভিটা সীমান্তের মেইন পিলার ৩৭৬ ও সাব-পিলার ৪ এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায়।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, ওই ব্যক্তিকে সীমান্তের শূন্যরেখা থেকে ৫০০ গজ দূরে ভারতের অভ্যন্তরে আটক করে বিএসএফ।
বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তির নাম আব্দুল হামিদ (৩৫)। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার পোস্ট সমীর নগর বাদামবাড়ী গ্রামের জাহিদুর রহমানের ছেলে।
তথ্যসূত্র:
১. এবার ঠাকুরগাঁও সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
-https://tinyurl.com/2n2ndamc