
মাদারীপুরের কালকিনিতে পুলিশের হাতে আটক হওয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও এক মাদক কারবারিকে হাতকড়া অবস্থায় ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাদের সহযোগীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে পৌর এলাকার কালকিনি থানা ভবনসংলগ্ন মাছবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
আটক হওয়া ব্যক্তিরা হল- কালকিনি উপজেলার নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ সভাপতি মো. বাকামিন খানের বড় ভাই স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. রাসেদ খান ও একই গ্রামের মো. মোস্তফা সরদারের ছেলে মো. আল আমিন সরদার।
কালকিনি থানার এএসআই মো. সোহেল রানা গণমাধ্যমকে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবুল বাশারের নেতৃত্বে একটি ফোর্স থানা সংলগ্ন মাছবাজার এলাকায় অভিযান চালিয়ে মো. রাসেদ খান ও মো. আল আমিন সরদারকে আটক করে। কিন্তু পরে হঠাৎ করে তাদের সহযোগীরা এসে ওই দুইজনকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের ওপর হামলার চেষ্টা চালানো হয়। পরে পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ থানায় ফিরে যেতে বাধ্য হয়।
তথ্যসূত্র:
১. পুলিশের ওপর হামলা চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
– https://tinyurl.com/52fjjjuv