আবাসিক হোটেলে ‘স্পা সেন্টারের’ নামে অসামাজিক কার্যকলাপ; ০৭ নারীসহ গ্রেফতার ১৫

0
86

রাজধানীর উত্তরায় অসামাজিক কার্যকলাপের দায়ে সাত নারীসহ অন্তত ১৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ওই হোটেলের বিভিন্ন কক্ষ থেকে নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ১০টায় উত্তরা ৯ নম্বর সেক্টরে অবস্থিত হোয়াইট প্যালেস নামক একটি আবাসিক হোটেল থেকে তাদেরকে আটক করা হয়।

রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ওই হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ হচ্ছে। এরই সূত্র ধরে অভিযান চালালে সেখান থেকে অসামাজিক কাজে ব্যবহৃত জিনিসপত্র পেয়েছি।

তিনি আর জানায়, স্পা সেন্টারের আড়ালে সেখানে অসামাজিক কাজ হত। এসবের সঙ্গে জড়িতদের থানায় নেওয়া হয়েছে।

জানা যায়, ঢাকা-আশুলিয়া মহাসড়কের পাশে উত্তরা ৯ নম্বর সেক্টরে অবস্থিত হোয়াইট প্যালেস নামের হোটেলটিতে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ছত্রছায়ায় অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল একটি মহল। স্বৈরাচার আওয়ামী লীগের কয়েকজন নেতা মিলে ওই হোটেলটি পরিচালনা করে আসছিল। ওই হোটেল ঘিরে আরও বেশ কয়েকটি হোটেলে গড়ে ওঠে অসামাজিক কার্যকলাপ।


তথ্যসূত্র:
১. উত্তরায় হোটেলে অসামাজিক কার্যকলাপ, নারীসহ আটক ১৫
– https://tinyurl.com/45uaucuk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহামলা চালিয়ে গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নিল সহযোগীরা
পরবর্তী নিবন্ধসীমান্তে বেপরোয়া বিএসএফ, বাংলাদেশি যুবককে হত্যার পর লাশ ফেলে দিয়েছে নদীতে