
অধিকৃত পশ্চিম তীরে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর সামরিক যানবাহনের বিরুদ্ধে সফল আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) হামলার দায় স্বীকার করেছে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী জেনিন ব্রিগেড।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, গত ১১ এপ্রিল এই হামলা চালানো হয়। জেনিন ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম তীরের জেনিন অঞ্চলের সিলাত আল-হারিথিয়া শহরের প্রবেশপথে আগে থেকেই স্থাপন করা একটি বিস্ফোরক ডিভাইস তারা ইসরায়েলি সামরিক যান পৌঁছালে সক্রিয় করে। এতে দখলদার বাহিনীর সদস্যদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয় এবং সেখানে তাৎক্ষণিকভাবে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।
জেনিন ব্রিগেড ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে সক্রিয়ভাবে সশস্ত্র প্রতিরোধে অংশ নিচ্ছে, তাদের এই হামলা পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর উপর প্রতিরোধ গোষ্ঠীগুলোর এক সুসংগঠিত কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
এছাড়াও ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেডের নাবলুস ব্যাটালিয়ন জানায়, নাবলুসের পুরোনো শহরের বিভিন্ন এলাকায় তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে।
তথ্যসূত্র:
1. What’s happening in the occupied West Bank?
– https://tinyurl.com/znuwxk32