
গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে কমপক্ষে ৫০০ ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গত মার্চের ১৮ তারিখে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজাজুড়ে বড় আকারের বিমান ও স্থল অভিযান শুরু করে। এবং গাজায় ক্রমাগত নিজেদের নিয়ন্ত্রণ সম্প্রসারণ করে চলেছে দখলদার বাহিনী। এখন পর্যন্ত ওই উপত্যকার ৫০ শতাংশ অংশ দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিজ ভূমিতে অস্তিত্বহীন হয়ে পড়েছেন অধিকাংশ ফিলিস্তিনি।
১২ এপ্রিল আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের বিশ্লেষণে উঠে এসেছে যে, ১৮ মার্চ থেকে ৯ এপ্রিলের মধ্যে গাজায় অন্তত ৩৬টি ইসরায়েলি হামলায় কেবল নারী ও শিশুরাই নিহত হয়েছে। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫০০ শিশু প্রাণ হারিয়েছে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৮ মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে ১ হাজার ৫৪২ জন নিহত হয়েছে।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ৯১২ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছে ১ লাখ ১৫ হাজার ৯৮১ জন। সরকারি মিডিয়া অফিসের তথ্যমতে, বাস্তব মৃত্যুর সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে, যাদের অনেকে এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।
তথ্যসূত্র:
1. At least 500 Gaza children killed since Israel broke truce: Official
– https://tinyurl.com/4z28uycd