
ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাতের ভাড়াটে সৈন্যদের ২টি অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছেন মুজাহিদিনরা। এতে শত্রু বাহিনীর ২টি গাড়ি ধ্বংসের পাশাপাশি অনেক সৈন্য হতাহত হয়েছে।
আল-মালাহিম মিডিয়া সূত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল শনিবার, ইয়েমেনের আবিয়ান প্রদেশের মুদিয়াহ জেলায় সংযুক্ত আরব-আমিরাতের ভাড়াটে মিলিশিয়া বাহিনীর ২টি অবস্থানে হামলার ঘটনা ঘটেছে। আল-কায়েদা সংশ্লিষ্ট জামা’আত আনসারুশ শরিয়াহ্ এক বিবৃতিতে হামলার তথ্য নিশ্চিত করে জানিয়েছেন যে, দলটির মুজাহিদিনরা এদিন প্রথম হামলাটি চালান মুদিয়াহ জেলার আল-কালিতা এবং আল-কুজ এলাকার সংযোগস্থলে। হামলাটি এই এলাকায় মিলিশিয়া বাহিনীর একটি অবস্থান লক্ষ্য করে ড্রোন দ্বারা চালানো হয়। এতে শত্রু বাহিনীতে হতাহতের ঘটনা ঘটে।
একই সময় মুজাহিদিনরা তাদের দ্বিতীয় ড্রোন হামলাটি চালান আল-কালিতা এবং ওয়াজর এলাকায়, যা এই এলাকার সাথে সংযোগকারী মুদিয়াহ জেলার প্রধান সড়কের পাশে অবস্থিত মিলিশিয়া বাহিনীর একটি সামরিক অবস্থান লক্ষ্য করে চালানো হয়। এতে আমিরাত সমর্থিত মিলিশিয়া বাহিনীর ২টি গাড়ি ধ্বংস হয় এবং সাইটে অবস্থানরত কতক মিলিশিয়া সদস্য হতাহত হয়।
তথ্যসূত্র:
-https://tinyurl.com/2v2ns3zs