
ইসরায়েলি শাসক গোষ্ঠীর অনুরোধে অনেক পোস্ট এবং বিষয়বস্তু মুছে ফেলেছে মেটা। ইহুদিবাদী সরকারের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন অজুহাতে ফিলিস্তিনের পরিস্থিতি এবং তাদের সমর্থকদের সঙ্গে সম্পর্কিত পোস্টগুলো সেন্সর করেছে এবং ব্যাপকভাবে মুছে ফেলেছে।
ড্রপসাইট থেকে প্রকাশিত একটি নতুন প্রতিবেদন অনুসারে জানা যায়, মেটাতে দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর ১০০ জনেরও বেশি প্রাক্তন গুপ্তচর এবং সৈন্য কাজ করে।
অতীতের নথি এবং তদন্তগুলো গুগলের মতো বৃহৎ প্রযুক্তি সংস্থাগুলোতে ইহুদিবাদী গুপ্তচরদের প্রভাব প্রকাশ করেছে। বিষয়টি আমেরিকান সরকারের উপর ইহুদিবাদী আধিপত্যের দিকেও ইঙ্গিত করে। গাজার বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের ধ্বংসাত্মক যুদ্ধের পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েল এবং তাদের সমর্থকরা ফিলিস্তিন সম্পর্কিত বিষয়বস্তুর বিরুদ্ধে নেটওয়ার্ক এবং সাইবারস্পেসে এক ভয়াবহ যুদ্ধ শুরু করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে ফিলিস্তিন সম্পর্কিত বিপুল সংখ্যক পৃষ্ঠা, পোস্ট এবং ছবি বন্ধ করে দেওয়ার কারণে ফেসবুকের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি সমর্থনের অভিযোগ আনা হয়েছে।
এই বিষয়ে ড্রপ সাইট ডাটাবেস ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মতো সহায়ক সংস্থাগুলোর মালিকানাধীন কোম্পানি মেটা থেকে তথ্য উদ্ধৃত করে ঘোষণা করেছে যে কোম্পানিটি ইসরায়েলি শাসক গোষ্ঠীর অনুরোধে অনেক পোস্ট এবং বিষয়বস্তু মুছে ফেলেছে।
রাজনীতি এবং যুদ্ধ সম্পর্কিত বিষয়ে বিশেষজ্ঞ এই গোষ্ঠীটি জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ৯৪ শতাংশ পোস্ট অপসারণের বিষয়ে ইহুদিবাদী ইসরায়েলের অনুরোধে মেটা ইতিবাচক সাড়া দিয়েছে। সাইটটি প্রকাশ করেছে যে, মেটা ইহুদিবাদীদের দাবির প্রেক্ষিতে ৯০ হাজার এরও বেশি পোস্ট মুছে ফেলেছে।
তথ্যসূত্র:
1. Meta deletes 90,000 pro-Palestine posts after Oct 7 “Israeli” requests
– https://tinyurl.com/5y2sm3jb
2.Leaked Data Reveals Massive Israeli Campaign to Remove Pro-Palestine Posts on Facebook and Instagram
– https://tinyurl.com/2jb7kjhx