বর্বর ইসরায়েলি হামলায় স্বেচ্ছাসেবী ৬ ভাইসহ নিহত আরও ৩৭ ফিলিস্তিনি

0
40

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলি বাহিনীর নতুন করে চালানো বোমাবর্ষণে একদিনেই নিহত হয়েছেন অন্তত ৩৭ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে রয়েছেন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা এক পরিবারের ছয় ভাই। আহত হয়েছেন শতাধিক মানুষ। যুদ্ধবিধ্বস্ত এই এলাকায় প্রতিদিন যেন বাড়ছে মৃত্যুর মিছিল। হাসপাতালগুলোও আক্রান্ত হয়ে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। আন্তর্জাতিক মহলের উদ্বেগ ও নিন্দা সত্ত্বেও গাজার ওপর এই নির্বিচার হামলা চলছেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজা শহরের আল-আহলি আরব হাসপাতালে বর্বর ইসরায়েলি হামলার পর চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে।

সোমবার আল জাজিরা জানায়, রোববার সারা দিনে গাজা জুড়ে দখলদার ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ৩৭ জন। নিহতদের মধ্যে ছয় ভাই ছিলেন, যারা দুর্ভিক্ষের মুখে থাকা ফিলিস্তিনিদের জন্য স্বেচ্ছায় খাবার সরবরাহ করছিলেন।

আল-আহলি হাসপাতাল পরিচালনাকারী জেরুজালেমের এপিস্কোপাল ডায়োসিস জানিয়েছে, পাম সানডে তথা খ্রিস্টানদের সবচেয়ে পবিত্র সপ্তাহের শুরুতে এই হামলা হয়েছে।

মিশর, জার্মানি, জর্ডান, কাতার, যুক্তরাজ্যের মতো দেশগুলোও এই হামলার নিন্দা জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত কমপক্ষে ৫০ হাজার ৯৪৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ১৫৬ জন। তবে গাজার গভর্নমেন্ট মিডিয়া অফিস জানিয়েছে, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে। এর মধ্যে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ থাকায় তাদেরও মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।


তথ্যসূত্র:
1. Six brothers and friend killed in Israeli airstrike as attacks intensify across Gaza
– https://tinyurl.com/bdd4bua4
2.Israeli attacks kill at least 37 people across Gaza
– https://tinyurl.com/nhkcc6ke

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলবিরোধী ৯০,০০০ পোস্ট মুছে ফেলেছে মেটা
পরবর্তী নিবন্ধইসলামের সাথে আপোষ করে কোনও আন্তর্জাতিক দাবি মেনে নেবে না ইমারতে ইসলামিয়া: আমীরুল মু’মিনীন